#কলকাতা: তৃণমূলের কোর কমিটির বৈঠকে দলীয় নেতা-কর্মীদের কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেউ কেউ নিজেকে দলের ঊর্ধ্বে ভাবছেন। তাঁদের জন্য দলে কোনও জায়গা নেই। কড়া বার্তা তৃণমূল নেত্রীর। একই সঙ্গে মন্ত্রী-বিধায়কদেরও জনসংযোগ বাড়ানোর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন: কবে হবে লোকসভা নির্বাচন, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
পাশাপাশি তিনি আরও বলেন, পঞ্চায়েত ভোটে দলের অনেক পুরনো কর্মীকে টিকিট দেওয়া হয়নি। দুর্দিনে যাঁরা দলের পাশে থেকেছেন, তাঁদেরই বঞ্চিত করা হয়েছে। সেই সব কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। দলীয় নেতৃত্বকে নির্দেশ তৃণমূলনেত্রীর।
আরও পড়ুন: বজায় থাকল কলকাতার ধারাবাহিকতা, গত ৩০ বছরে এই নিয়ে ২৯ দিন বৃষ্টি হল ২১ জুনে
২০১৯-এর রণকৌশল নির্ধারণে বৃহস্পতিবার তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক। নেতাজি ইন্ডোরের সভায় প্রধান বক্তা ছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠকে উপস্থিত ছিলেন দলীয় সাংসদ-বিধায়ক থেকে দলের জেলা ও ব্লক সভাপতিরা। এদিন সভামঞ্চ থেকে নেতা নেত্রীদের ধমক দিলেন তৃণমূল সুপ্রিমো ৷
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন,
আরও পড়ুন: সমকাজে সমবেতনের দাবিতে শিক্ষকদের বিকাশভবন অভিযান, পুলিশি বাধায় অগ্নিগর্ভ পরিস্থিতি
দক্ষিণবঙ্গের নেতৃত্বে থাকবেন শোভন চট্টোপাধ্যায় বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷ শুভাশিস চত্রুবর্তী অ্যাসিস্ট করবে শোভনকে ৷