মন্ত্রীত্ব ছেড়েছেন, এবার কাউন্সিলর পদও ছাড়তে রাজি শোভন

Last Updated:
#কলকাতা: তৃণমূলনেত্রীর নির্দেশে মন্ত্রীত্ব ছেড়েছেন। মেয়র পদ ছেড়েছেন। এবার স্বেচ্ছায় কাউন্সিলর পদও ছাড়তে চান শোভন চট্টোপাধ‍্যায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন শোভন ৷
মন্ত্রিত্ব ছেড়েছেন। মেয়রের চেয়ার ছেড়েছেন। এবার একমাত্র কাউন্সিলর পদও ছাড়তে চেয়ে কি কোনও রাজনৈতিক ইঙ্গিত দিলেন শোভন চট্টোপাধ‍্যায়? বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তাঁর দিকে ধেয়ে যায় একের পর এক প্রশ্নবাণ। কিন্তু, পদত‍্যাগী মেয়র এমন কিছু বললেন না যাতে নতুন করে বিতর্ক তৈরি হয়।
advertisement
advertisement
কাউন্সিলর, বরোর চেয়ারম‍্যান, মেয়র পারিষদ থেকে মেয়র। ২০১০ এবং ২০১৫, পর পর দু'বার কলকাতা পুরসভার মেয়র হন শোভন চট্টোপাধ‍্যায়। দীর্ঘ সাংবাদিক সম্মেলনে দল বা তৃণমূলনেত্রীর বিরুদ্ধে কোনও মন্তব‍্য নেই। কিন্তু, জনপ্রতিনিধিত্বের সব পদ ছাড়তে চেয়ে কি কোনও ইঙ্গিত দিলেন শোভন চট্টোপাধ‍্যায়?
advertisement
পুর আইন অনুযায়ী এতদিন কাউন্সিলর না হলে মেয়র হওয়া যেত না। এই আইনেই সংশোধনী এনেছে রাজ‍্য সরকার। যাতে বলা হয়েছে, যে কেউই কলকাতা পুরসভার মেয়র হতে পারেন। তবে তাঁকে ৬ মাসের মধ‍্যে কোনও আসনে জিতে আসতে হবে। অর্থাৎ, নতুন মেয়র ফিরহাদ হাকিম যেহেতু কাউন্সিলর নন, তাই তাঁকে কোনও ওয়ার্ড থেকে ৬ মাসের মধ‍্যে ভোটে জিততে হবে। সেটা কোন আসন? পদত‍্যাগী মেয়র চান, নতুন মেয়র তাঁর ১৩১ নম্বর ওয়ার্ড থেকেই ভোটে দাঁড়ান। তিনি আসন ছেড়ে দিতে প্রস্তুত।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মন্ত্রীত্ব ছেড়েছেন, এবার কাউন্সিলর পদও ছাড়তে রাজি শোভন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement