Sovan Chatterjee meets Partha Chatterjee: কোর্ট লকআপে পার্থর সঙ্গে সাক্ষাৎ শোভনের, বললেন 'পরিস্থিতির শিকার!' কটাক্ষ কুণালের

Last Updated:
পার্থর সঙ্গে দেখা করলেন শোভন৷
পার্থর সঙ্গে দেখা করলেন শোভন৷
কলকাতা: আলিপুর কোর্টের জেল লক আপে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন তাঁরই প্রাক্তন সতীর্থ এবং দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী শোভন চট্টোপাধ্যায়৷ যদিও এই সাক্ষাৎকে নিছকই সৌজন্যমূলক বলে দাবি করেছেন শোভন৷ তবে শোভন- পার্থ সাক্ষাৎকে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷
এ দিন নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়৷ পার্থ চট্টোপাধ্যায়কে যখন কোর্ট লক আপে নিয়ে আসা হয়, সেই সময় নিজের মামলা সংক্রান্ত প্রয়োজনে আলিপুর আদালতেই ছিলেন শোভন চট্টোপাধ্যায়৷ পার্থ চট্টোপাধ্যায় কোর্ট লক আপে রয়েছেন শুনে সেখানে চলে আসেন শোভন৷ দূর থেকেই দু জনের মধ্যে কথা হয়৷ পার্থর শরীর কেমন আছে, তা জানতে চান প্রাক্তন মেয়র৷
advertisement
পার্থর সঙ্গে দেখা করে বেরিয়ে এসে শোভন বলেন, ‘আবেগ না থাকলে তো মানুষই নই৷ উনি তো অভিযুক্ত, এখনও প্রমাণ হয়নি৷ ঢিল ছোড়া দূরত্বে বসেছিলাম, কিন্তু জানতাম না পার্থদা রয়েছেন৷’
advertisement
তাঁর সঙ্গে পার্থর এই সাক্ষাৎ নিয়ে যে বিতর্ক হতে পারে, তা ভাল ভাবেই জানেন শোভন৷ সম্ভবত সেই কারণেই তিনি বলেন, ‘পয়তাল্লিশ বছরের সম্পর্ক৷ দেখা করাটা যদি অপরাধ হয়, তাহলে দেখা না করাটাও অপরাধ৷’ শোভন চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, ‘পার্থ কি পরিস্থিতির শিকার?’ শোভন বলেন, ‘পরিস্থিতির শিকার তো অবশ্যই৷’
advertisement
তৃণমূলে থাকাকালীন শোভন ছিলেন বেহালা পূর্বের বিধায়ক৷ পার্থ এখনও তার পাশের কেন্দ্র বেহালা পূর্বের বিধায়ক৷ শোভন যখন তৃণমূল ছেড়ে বিজেপি-র দিকে পা বাড়িয়েছেন, তখন দলের হয়ে তাঁকে বোঝাতে গিয়েছিলেন পার্থই৷
যদিও এ দিন পার্থ শোভন সাক্ষাৎ নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷ তিনি বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে একা গিয়েছেন? না দু’জনে গিয়েছিলেন? নিজেই গেলেন? নাকি কেউ পাঠাল? পাশাপাশি বিধানসভা এলাকা ছিল। দেখা নিয়ে আমার ব্যক্তিগত কৌতুহল আছে৷ বাকি কিছু জানিনা৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sovan Chatterjee meets Partha Chatterjee: কোর্ট লকআপে পার্থর সঙ্গে সাক্ষাৎ শোভনের, বললেন 'পরিস্থিতির শিকার!' কটাক্ষ কুণালের
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement