Sovan Chatterjee meets Partha Chatterjee: কোর্ট লকআপে পার্থর সঙ্গে সাক্ষাৎ শোভনের, বললেন 'পরিস্থিতির শিকার!' কটাক্ষ কুণালের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Arpita Hazra
Last Updated:
কলকাতা: আলিপুর কোর্টের জেল লক আপে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন তাঁরই প্রাক্তন সতীর্থ এবং দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী শোভন চট্টোপাধ্যায়৷ যদিও এই সাক্ষাৎকে নিছকই সৌজন্যমূলক বলে দাবি করেছেন শোভন৷ তবে শোভন- পার্থ সাক্ষাৎকে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷
advertisement
পার্থর সঙ্গে দেখা করে বেরিয়ে এসে শোভন বলেন, ‘আবেগ না থাকলে তো মানুষই নই৷ উনি তো অভিযুক্ত, এখনও প্রমাণ হয়নি৷ ঢিল ছোড়া দূরত্বে বসেছিলাম, কিন্তু জানতাম না পার্থদা রয়েছেন৷’
advertisement
তাঁর সঙ্গে পার্থর এই সাক্ষাৎ নিয়ে যে বিতর্ক হতে পারে, তা ভাল ভাবেই জানেন শোভন৷ সম্ভবত সেই কারণেই তিনি বলেন, ‘পয়তাল্লিশ বছরের সম্পর্ক৷ দেখা করাটা যদি অপরাধ হয়, তাহলে দেখা না করাটাও অপরাধ৷’ শোভন চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, ‘পার্থ কি পরিস্থিতির শিকার?’ শোভন বলেন, ‘পরিস্থিতির শিকার তো অবশ্যই৷’
advertisement
তৃণমূলে থাকাকালীন শোভন ছিলেন বেহালা পূর্বের বিধায়ক৷ পার্থ এখনও তার পাশের কেন্দ্র বেহালা পূর্বের বিধায়ক৷ শোভন যখন তৃণমূল ছেড়ে বিজেপি-র দিকে পা বাড়িয়েছেন, তখন দলের হয়ে তাঁকে বোঝাতে গিয়েছিলেন পার্থই৷
যদিও এ দিন পার্থ শোভন সাক্ষাৎ নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷ তিনি বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে একা গিয়েছেন? না দু’জনে গিয়েছিলেন? নিজেই গেলেন? নাকি কেউ পাঠাল? পাশাপাশি বিধানসভা এলাকা ছিল। দেখা নিয়ে আমার ব্যক্তিগত কৌতুহল আছে৷ বাকি কিছু জানিনা৷’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2023 6:18 PM IST