Sovan Chatterjee meets Partha Chatterjee: কোর্ট লকআপে পার্থর সঙ্গে সাক্ষাৎ শোভনের, বললেন 'পরিস্থিতির শিকার!' কটাক্ষ কুণালের

Last Updated:
পার্থর সঙ্গে দেখা করলেন শোভন৷
পার্থর সঙ্গে দেখা করলেন শোভন৷
কলকাতা: আলিপুর কোর্টের জেল লক আপে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন তাঁরই প্রাক্তন সতীর্থ এবং দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী শোভন চট্টোপাধ্যায়৷ যদিও এই সাক্ষাৎকে নিছকই সৌজন্যমূলক বলে দাবি করেছেন শোভন৷ তবে শোভন- পার্থ সাক্ষাৎকে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷
এ দিন নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়৷ পার্থ চট্টোপাধ্যায়কে যখন কোর্ট লক আপে নিয়ে আসা হয়, সেই সময় নিজের মামলা সংক্রান্ত প্রয়োজনে আলিপুর আদালতেই ছিলেন শোভন চট্টোপাধ্যায়৷ পার্থ চট্টোপাধ্যায় কোর্ট লক আপে রয়েছেন শুনে সেখানে চলে আসেন শোভন৷ দূর থেকেই দু জনের মধ্যে কথা হয়৷ পার্থর শরীর কেমন আছে, তা জানতে চান প্রাক্তন মেয়র৷
advertisement
পার্থর সঙ্গে দেখা করে বেরিয়ে এসে শোভন বলেন, ‘আবেগ না থাকলে তো মানুষই নই৷ উনি তো অভিযুক্ত, এখনও প্রমাণ হয়নি৷ ঢিল ছোড়া দূরত্বে বসেছিলাম, কিন্তু জানতাম না পার্থদা রয়েছেন৷’
advertisement
তাঁর সঙ্গে পার্থর এই সাক্ষাৎ নিয়ে যে বিতর্ক হতে পারে, তা ভাল ভাবেই জানেন শোভন৷ সম্ভবত সেই কারণেই তিনি বলেন, ‘পয়তাল্লিশ বছরের সম্পর্ক৷ দেখা করাটা যদি অপরাধ হয়, তাহলে দেখা না করাটাও অপরাধ৷’ শোভন চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, ‘পার্থ কি পরিস্থিতির শিকার?’ শোভন বলেন, ‘পরিস্থিতির শিকার তো অবশ্যই৷’
advertisement
তৃণমূলে থাকাকালীন শোভন ছিলেন বেহালা পূর্বের বিধায়ক৷ পার্থ এখনও তার পাশের কেন্দ্র বেহালা পূর্বের বিধায়ক৷ শোভন যখন তৃণমূল ছেড়ে বিজেপি-র দিকে পা বাড়িয়েছেন, তখন দলের হয়ে তাঁকে বোঝাতে গিয়েছিলেন পার্থই৷
যদিও এ দিন পার্থ শোভন সাক্ষাৎ নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷ তিনি বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে একা গিয়েছেন? না দু’জনে গিয়েছিলেন? নিজেই গেলেন? নাকি কেউ পাঠাল? পাশাপাশি বিধানসভা এলাকা ছিল। দেখা নিয়ে আমার ব্যক্তিগত কৌতুহল আছে৷ বাকি কিছু জানিনা৷’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sovan Chatterjee meets Partha Chatterjee: কোর্ট লকআপে পার্থর সঙ্গে সাক্ষাৎ শোভনের, বললেন 'পরিস্থিতির শিকার!' কটাক্ষ কুণালের
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement