অপেক্ষার অবসান, সংস্কারের পর খুলতে চলেছে সাউথ সিটি মল !

Last Updated:

সম্পূর্ণ নতুন রূপে পুনরায় খুলতে চলেছে শহরের জনপ্রিয় শপিং মল সাউথ সিটি ৷

#কলকাতা: অবশেষে সব অপেক্ষার অবসান ৷ সম্পূর্ণ নতুন রূপে পুনরায় খুলতে চলেছে শহরের জনপ্রিয় শপিং মল সাউথ সিটি ৷ সংস্কারের কাজের জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে শুক্রবার ২২ ডিসেম্বর থেকে খুলতে চলেছে সাউথ সিটি ৷ যদিও বা আংশিকভাবে এখন খুলবে মল ৷ কারণ নতুন ফুড কোর্ট-সহ পুরোপুরি খুলতে জানুয়ারির ১৬ তারিখ হয়ে যাবে বলে জানিয়েছেন মল কর্তৃপক্ষ ৷ মলের দশম জন্মদিনে শহরবাসীকে দুর্দান্ত সব নতুন স্টোর উপহার দিতে চলেছে প্রিন্স আনোয়ার শাহ রোডের এই মল ৷
এবছর জানুয়ারিতে বন্ধ হওয়ার পর মল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, সংস্কারের কাজের জন্য চার মাস সময় লাগবে ৷ কিন্তু চার মাস পেরিয়ে যাওয়ার পর পুজো-দিওয়ালি সব শেষ হয়ে গেলেও দক্ষিণ কলকাতার এই জনপ্রিয় মল চালু করা সম্ভব হয়নি ৷ অবশেষে ডিসেম্বরের শেষ সপ্তাহেই আংশিকভাবে খুলে যাচ্ছে সাউথ সিটি ৷ ক্রিসমাস এবং নিউ ইয়ার উইকে সাউথ সিটি খোলার খবরে স্বভাবতই খুশি কলকাতাবাসী ৷
advertisement
সাউথ সিটি মল বন্ধ হওয়ার পর মলের কর্মীদের অনেককেই শহরের অন্যান্য মলে শিফট করা হয়েছিল ৷ তাঁদের প্রত্যেককেই আবার ফিরিয়ে আনা হচ্ছে নতুন সাউথ সিটি মলে ৷ সপ্তাহের কাজের দিনগুলিতেই এখানে ৭০ থেকে ৮০ হাজার মানুষ আসতেন ৷ উইকেন্ডের দিনগুলিতে সেই সংখ্যা বেড়ে হত ১.৭ থেকে ২ লক্ষ ৷ এবার সংস্কারের পর নতুন সাউথ সিটি দেখতে আরও ভিড় উপচে পড়বে বলেই আশা করা হচ্ছে ৷ নতুন সাউথ সিটি-তে FOREVER 21, Starbucks, SEPHORA-র মতো বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ডগুলির স্টোর খুলতে চলেছে ৷ শপিং এবং খাদ্যরসিক মানুষদের কাছে যা অবশ্যই দারুণ খবর ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অপেক্ষার অবসান, সংস্কারের পর খুলতে চলেছে সাউথ সিটি মল !
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement