South Calcutta Law College Incident: 'জানলা দিয়েও চলছিল নির্যাতনের রেকর্ডিং...', একা মনোজিৎ নয়, জোড়া মোবাইলে কলেজ কাণ্ডের ভিডিও?

Last Updated:

ইতিমধ্যেই ঘটনার দিন বিকেল চারটের পর থেকে কলেজে উপস্থিত ছিলেন, এরকম ১৭ জনকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: একা মনোজিতের মোবাইল নয়, দক্ষিণ কলকাতা আইন কলেজে ছাত্রীর নির্যাতনের ঘটনা দুটি মোবাইলে রেকর্ড করা হয়েছিল৷ ছাত্রীর নির্যাতন কাণ্ডে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে পেল কলকাতা পুলিশ৷
আইন কলেজের নিরাপত্তারক্ষী ঘরে ছাত্রীকে গণধর্ষণের ঘটনা মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের মোবাইলে রেকর্ড করা হয়েছিল বলে আগেই জানা গিয়েছিল৷ ওই ভিডিও দেখিয়ে ছাত্রীকে ব্ল্যাকমেলও করা হয় বলে অভিযোগপত্রে দাবি করেছিলেন নির্যাতিতা৷
এ বার তদন্তকারীরা জানতে পেরেছেন, তিন অভিযুক্তদের মধ্যে আরও একজনের মোবাইলেও নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয়৷ সিকিউরিটি রুমের জানলা থেকেই এই রেকর্ডিং করা হয়েছিল বলে খবর৷
advertisement
advertisement
ইতিমধ্যেই ঘটনার দিন বিকেল চারটের পর থেকে কলেজে উপস্থিত ছিলেন, এরকম ১৭ জনকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা৷ গতকালই তাঁদের মধ্যে দু জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ আজ বাকিদের জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ৷
advertisement
এর পাশাপাশি পুলিশ জানতে পেরেছে ঘটনার দিন ওই নির্যাতিতা ছাডা়ও কলেজের ইউনিয়ন রুমে সকাল থেকেই আরও এক ছাত্রী ছিলেন৷ রাত সাড়ে আটটা নাগাদ সেই ছাত্রী বেরিয়ে যান৷ ওই দিন কলেজে ডে শিফটে কর্তব্যরত এক নিরাপত্তারক্ষীর থেকেই এই তথ্য পেয়েছেন তদন্তকারীরা৷ ওই ছাত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
South Calcutta Law College Incident: 'জানলা দিয়েও চলছিল নির্যাতনের রেকর্ডিং...', একা মনোজিৎ নয়, জোড়া মোবাইলে কলেজ কাণ্ডের ভিডিও?
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement