South Calcutta Law College Incident: 'জানলা দিয়েও চলছিল নির্যাতনের রেকর্ডিং...', একা মনোজিৎ নয়, জোড়া মোবাইলে কলেজ কাণ্ডের ভিডিও?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
ইতিমধ্যেই ঘটনার দিন বিকেল চারটের পর থেকে কলেজে উপস্থিত ছিলেন, এরকম ১৭ জনকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা৷
কলকাতা: একা মনোজিতের মোবাইল নয়, দক্ষিণ কলকাতা আইন কলেজে ছাত্রীর নির্যাতনের ঘটনা দুটি মোবাইলে রেকর্ড করা হয়েছিল৷ ছাত্রীর নির্যাতন কাণ্ডে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে পেল কলকাতা পুলিশ৷
আইন কলেজের নিরাপত্তারক্ষী ঘরে ছাত্রীকে গণধর্ষণের ঘটনা মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের মোবাইলে রেকর্ড করা হয়েছিল বলে আগেই জানা গিয়েছিল৷ ওই ভিডিও দেখিয়ে ছাত্রীকে ব্ল্যাকমেলও করা হয় বলে অভিযোগপত্রে দাবি করেছিলেন নির্যাতিতা৷
এ বার তদন্তকারীরা জানতে পেরেছেন, তিন অভিযুক্তদের মধ্যে আরও একজনের মোবাইলেও নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয়৷ সিকিউরিটি রুমের জানলা থেকেই এই রেকর্ডিং করা হয়েছিল বলে খবর৷
advertisement
advertisement
আরও পড়ুন: একা নির্যাতিতা নন, ঘটনার দিন সকাল থেকে ইউনিয়ন রুমে ছিলেন আরও এক ছাত্রী? কলেজ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
ইতিমধ্যেই ঘটনার দিন বিকেল চারটের পর থেকে কলেজে উপস্থিত ছিলেন, এরকম ১৭ জনকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা৷ গতকালই তাঁদের মধ্যে দু জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ আজ বাকিদের জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ৷
advertisement
এর পাশাপাশি পুলিশ জানতে পেরেছে ঘটনার দিন ওই নির্যাতিতা ছাডা়ও কলেজের ইউনিয়ন রুমে সকাল থেকেই আরও এক ছাত্রী ছিলেন৷ রাত সাড়ে আটটা নাগাদ সেই ছাত্রী বেরিয়ে যান৷ ওই দিন কলেজে ডে শিফটে কর্তব্যরত এক নিরাপত্তারক্ষীর থেকেই এই তথ্য পেয়েছেন তদন্তকারীরা৷ ওই ছাত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2025 12:46 PM IST