#কলকাতা: ভোটপর্ব মিটে গেছে। কিন্তু রাজনৈতিক সংঘর্ষের বিরাম নেই। বীরভূম, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে এখনও হিংসা আর পাল্টা হিংসার রোজনামচা। কোথাও আক্রান্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা, কোথাও হিংসার আগুনে পুড়ছে দলীয় কার্যালয়ে। উত্তপ্ত উত্তর দমদম, হাবরা, পানিহাটি, খেজুরি, সদাইপুর।
উত্তর দমদমে আক্রান্ত ২ তৃণমূলকর্মী। বুধবার রাতে দুর্গানগরের রবীন্দ্র পল্লি ক্লাবের সামনে তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষ। গুরুতর জখম ২ জন। অভিযোগ, ১৫ থেকে ২০ জনের দুষ্কৃতীদল বাইকে করে গিয়ে চড়াও হলে গুরুতর জখম হন বিরাটি কলেজের জিএস রাজু বিশ্বাস। জখম অয়ন বিশ্বাস । আহত ২ জন ভরতি দমদম মিউনিসাপাল হাসপাতালে। নিমতা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
খড়দহে তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে পানিহাটির ১০ নং ওয়ার্ডের তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।
বৃহস্পতিবার ভোররাতে হাবরার তৃণমূল কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। হাবরার ২৪ নং ওয়ার্ডের ঘটনা। হাবরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।
খেজুরিতে সিপিএম নেতার বাড়ি ভাঙচুর, মারধর ও লুঠপাটের ঘটনা ঘটে বুধবার রাতে। খেজুরির গোপীচকের ঘটনা। DYFI যুব নেতা সৈকত জানার বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সৈকততে না পেয়ে বাড়ির সদস্যদের মারধর করা হয় বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
সদাইপুরের লালমোহনপুরে তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ। রাতে আবু বাক্কারের বাড়িতে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। অভিযোগ তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে।
রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক হিংসার ঘটনায় উদ্বেগে সব রাজনৈতিক দলই। বারবার শান্তি ফেরানোর আরজি জানিয়েছেন দলের নেতানেত্রীরা। তবু শেষ নেই সংঘর্ষ ও অশান্তির। অশান্তি রুখতে কঠোর হচ্ছে পুলিশ-প্রশাসন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cpim, Political Violence, Post Poll Violence, TMC, West Bengal Asembly Election 2016