#কলকাতা: ফুসফুসে ফাইবার জমছে। প্রতিনিয়ত ছোট হয়ে যাচ্ছে ফুসফুস। অক্সিজেন সিলিন্ডার নিত্যসঙ্গী। তবু উচ্চমাধ্যমিকে স্টার পেয়ে সফল বেহালা সরশুনার সৌগত বক্সি।
ফুসফুসে কঠিন রোগ। ক্লাস সেভেনের পর নিয়মিত স্কুলেও যেতে পারেনি। তবু হার না মানা লড়াই জিতে উচ্চমাধ্যমিকে সফল সরশুনা হাইস্কুলের ছাত্র সৌগত বক্সি। ছোটবেলাতেই বাবাকে হারিয়েছে সৌগত। তাঁরও ছিল এই ফুসফুসের অসুখ। বাবার মতো সৌগতর ফুসফুসেও জমছে ফাইবার। অক্সিজেন সিলিন্ডার নিয়েই দিন কাটে সৌগতর।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Board Examinations 2019, Higher Secondary, Higher Secondary result 2019