• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • অক্সিজেন সিলিন্ডার পরীক্ষা দিয়েই উচ্চ-মাধ্যমিকে স্টার নম্বর বেহালার সৌগতর

অক্সিজেন সিলিন্ডার পরীক্ষা দিয়েই উচ্চ-মাধ্যমিকে স্টার নম্বর বেহালার সৌগতর

photo: News18 Bangla

photo: News18 Bangla

 • Share this:

  #কলকাতা: ফুসফুসে ফাইবার জমছে। প্রতিনিয়ত ছোট হয়ে যাচ্ছে ফুসফুস। অক্সিজেন সিলিন্ডার নিত্যসঙ্গী। তবু উচ্চমাধ‍্যমিকে স্টার পেয়ে সফল বেহালা সরশুনার সৌগত বক্সি।

  ফুসফুসে কঠিন রোগ। ক্লাস সেভেনের পর নিয়মিত স্কুলেও যেতে পারেনি। তবু হার না মানা লড়াই জিতে উচ্চমাধ‍্যমিকে সফল সরশুনা হাইস্কুলের ছাত্র সৌগত বক্সি। ছোটবেলাতেই বাবাকে হারিয়েছে সৌগত। তাঁরও ছিল এই ফুসফুসের অসুখ। বাবার মতো সৌগতর ফুসফুসেও জমছে ফাইবার। অক্সিজেন সিলিন্ডার নিয়েই দিন কাটে সৌগতর। নার্সিংহোম থেকে মাধ‍্যমিক পরীক্ষা দিয়েছিল সৌগত। তবে এবার অক্সিজেন সিলিন্ডার নিয়ে পরীক্ষাকেন্দ্র থেকেই উচ্চমাধ‍্যমিক পরীক্ষা দিয়েছে সৌগত। ফলপ্রকাশে দুই চোখে খুশির উচ্ছ্বাস। তার ঝুলিতে ২টি লেটার-সহ ৭৭.২ শতাংশ নম্বর।
  First published: