সনি ইজ ব্যাক ! প্র্যাকটিসে নামলেন ম্যাজিশিয়ান

অনুশীলনে নেমে পড়লেন সনি নর্ডি। হাইতির ফুটবলারকে ঘিরেই বেঙ্গালুরুকে হারানোর ঘুটি সাজাচ্ছে মোহনবাগান।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: অনুশীলনে নেমে পড়লেন সনি নর্ডি। হাইতির ফুটবলারকে ঘিরেই বেঙ্গালুরুকে হারানোর ঘুটি সাজাচ্ছে মোহনবাগান।

    ডেডিকেশন বোধহয় একেই বলে। দায়বদ্ধতা কাকে বলে আরও একবার দেখালেন সনি নর্ডি। বৃহস্পতিবার গভীর রাতে কলকাতায় ফিরেছেন। ফ্ল্যাটে ফিরে ঘুমিয়েছেন ভোররাতে। তবু সকাল হতে না হতেই হাজির বাগানের প্র্যাকটিসে। প্রায় ২৬ ঘণ্টা ফ্লাইট জার্নি করে এসেছেন। চটজলদি চাঙ্গা হতে মূলত ফিটনেস ট্রেনিং করেই বাড়ির রাস্তা ধরলেন। জানিয়ে গেলেন কোচ চাইলে খেলতে রাজি। চাপের মুখে সনির স্পিরিট দেখে মুগ্ধ মোহনবাগান।

    দলের সেরা অস্ত্রকে ১৮ জনে রেখেই দল গড়ছেন সঞ্জয়। প্রথম এগারোয় রাখবেন কি না ম্যাচের সকালে ঠিক করবেন। সনি অবশ্য একটা উদাহরণ মাত্র। এই একটা ছবিতেই পরিষ্কার, কতটা তেতে রয়েছে সঞ্জয়ের মোহনবাগান।

    First published:

    Tags: Mohun Bagan, Sony Norde