Sonarpur: জাল সার্টিফিকেট তৈরির কারখানা! কাউন্সিলরের সই জাল করে দেদার সার্টিফিকেট, রাজপুর-সোনারপুরে গ্রেফতার ১
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
জাল সার্টিফিকেট তৈরির কারখানা! কাউন্সিলরের সই জাল করে দেদার সার্টিফিকেট! রাজপুর-সোনারপুরে পুলিশের জালে অভিযুক্ত প্রশান্ত নাথ। ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সই জালের অভিযোগ। ভুয়ো নথিতে রেশন-কাস্ট সার্টিফিকেট তৈরির অভিযোগে গ্রেফতার অভিযুক্ত
কলকাতা: জাল সার্টিফিকেট তৈরির কারখানা! কাউন্সিলরের সই জাল করে দেদার সার্টিফিকেট! রাজপুর-সোনারপুরে পুলিশের জালে অভিযুক্ত প্রশান্ত নাথ। ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সই জালের অভিযোগ। ভুয়ো নথিতে রেশন-কাস্ট সার্টিফিকেট তৈরির অভিযোগে গ্রেফতার অভিযুক্ত।
সই জাল করে জাল নথি তৈরি! ধৃত ১, তদন্তে নেমেছে পুলিশ। জাল নথি তৈরির চক্রে জড়িত থাকার অভিযোগে রাজপুর সোনারপুর পুরসভা এলাকার এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। জানা যায় ধৃতর নাম প্রশান্ত নাথ। সোনারপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্তর স্বাক্ষর জাল করে তৈরি হচ্ছিল একের পর এক গুরুত্বপূর্ণ নথি। ইনকাম সার্টিফিকেট, ব্লাড রিলেশন সার্টিফিকেটের মতো সরকারি কাগজে ওই কাউন্সিলরের নাম ও জাল সই ব্যবহার করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছিল একাধিক ওয়ার্ডে। শুধু ৩ নম্বর নয়, ৯, ১২, এমনকি ৩৪ নম্বর ওয়ার্ডেও এই নথি পৌঁছে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।
advertisement
চাঞ্চল্যজনকভাবে দেখা গিয়েছে, প্রতিটি নথির সিরিয়াল নম্বরও ছিল একই! স্পষ্ট, সুপরিকল্পিত ভাবেই দীর্ঘদিন ধরে এই জালিয়াতি চালিয়ে যাচ্ছিল একটি চক্র। এই ঘটনায় গ্রেফতার হয়েছে ঢালুয়া নবপল্লির বাসিন্দা প্রশান্ত নাথ। ধৃত রাজপুর সোনারপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আপাতভাবে নথিপত্র তৈরির কাজ করলেও আড়ালে গড়ে তুলেছিল জাল সার্টিফিকেট তৈরির কারখানা। তৈরি হতে থাকে একের পর এক নকল কাগজ। এই ভুয়ো নথির ভিত্তিতেই বানানো হচ্ছিল রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট-সহ একাধিক সরকারি পরিচয়পত্র। পুলিশ এখন তদন্ত করে দেখছে, এই জালিয়াতি চক্রে আর কারা জড়িত। কোথা থেকে আসত এই জাল ফর্মা, নকল সিল? তদন্তে নেমে চক্রের পর্দাফাঁস করতে তৎপর পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2025 12:14 PM IST