Sonarpur: জাল সার্টিফিকেট তৈরির কারখানা! কাউন্সিলরের সই জাল করে দেদার সার্টিফিকেট, রাজপুর-সোনারপুরে গ্রেফতার ১

Last Updated:

জাল সার্টিফিকেট তৈরির কারখানা! কাউন্সিলরের সই জাল করে দেদার সার্টিফিকেট! রাজপুর-সোনারপুরে পুলিশের জালে অভিযুক্ত প্রশান্ত নাথ। ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সই জালের অভিযোগ। ভুয়ো নথিতে রেশন-কাস্ট সার্টিফিকেট তৈরির অভিযোগে গ্রেফতার অভিযুক্ত

News18
News18
কলকাতা: জাল সার্টিফিকেট তৈরির কারখানা! কাউন্সিলরের সই জাল করে দেদার সার্টিফিকেট! রাজপুর-সোনারপুরে পুলিশের জালে অভিযুক্ত প্রশান্ত নাথ। ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সই জালের অভিযোগ। ভুয়ো নথিতে রেশন-কাস্ট সার্টিফিকেট তৈরির অভিযোগে গ্রেফতার অভিযুক্ত।
সই জাল করে জাল নথি তৈরি! ধৃত ১, তদন্তে নেমেছে পুলিশ। জাল নথি তৈরির চক্রে জড়িত থাকার অভিযোগে রাজপুর সোনারপুর পুরসভা এলাকার এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। জানা যায় ধৃতর নাম প্রশান্ত নাথ। সোনারপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্তর স্বাক্ষর জাল করে তৈরি হচ্ছিল একের পর এক গুরুত্বপূর্ণ নথি। ইনকাম সার্টিফিকেট, ব্লাড রিলেশন সার্টিফিকেটের মতো সরকারি কাগজে ওই কাউন্সিলরের নাম ও জাল সই ব্যবহার করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছিল একাধিক ওয়ার্ডে। শুধু ৩ নম্বর নয়, ৯, ১২, এমনকি ৩৪ নম্বর ওয়ার্ডেও এই নথি পৌঁছে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।
advertisement
চাঞ্চল্যজনকভাবে দেখা গিয়েছে, প্রতিটি নথির সিরিয়াল নম্বরও ছিল একই! স্পষ্ট, সুপরিকল্পিত ভাবেই দীর্ঘদিন ধরে এই জালিয়াতি চালিয়ে যাচ্ছিল একটি চক্র। এই ঘটনায় গ্রেফতার হয়েছে ঢালুয়া নবপল্লির বাসিন্দা প্রশান্ত নাথ। ধৃত রাজপুর সোনারপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আপাতভাবে নথিপত্র তৈরির কাজ করলেও আড়ালে গড়ে তুলেছিল জাল সার্টিফিকেট তৈরির কারখানা। তৈরি হতে থাকে একের পর এক নকল কাগজ। এই ভুয়ো নথির ভিত্তিতেই বানানো হচ্ছিল রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট-সহ একাধিক সরকারি পরিচয়পত্র। পুলিশ এখন তদন্ত করে দেখছে, এই জালিয়াতি চক্রে আর কারা জড়িত। কোথা থেকে আসত এই জাল ফর্মা, নকল সিল? তদন্তে নেমে চক্রের পর্দাফাঁস করতে তৎপর পুলিশ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sonarpur: জাল সার্টিফিকেট তৈরির কারখানা! কাউন্সিলরের সই জাল করে দেদার সার্টিফিকেট, রাজপুর-সোনারপুরে গ্রেফতার ১
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement