মায়ের দেহ ফ্রিজারে রাখার পিছনে শুভব্রতর অপরাধমনস্কতাই কাজ করছিল, দাবি চিকিৎসকদের

Last Updated:

মৃত মায়ের দেহ ফ্রিজারে রাখার পিছনে দেহ সংরক্ষণ সংক্রান্ত গবেষণা নাকি অপরাধমনস্কতা ?

#কলকাতা: দেহ সংরক্ষণের গবেষণা নয়, বেহালায় বীণা মজুমদারের দেহ ফ্রিজে রাখার পিছনে ছেলে শুভব্রত অপরাধমনস্কতাই সম্ভবত কাজ করেছিল। শুভব্রতকে প্রাথমিক পরীক্ষার পর দাবি চিকিৎসকদের। আজ, সোমবার পরিবারকে দেওয়া হতে পারে বীণা মজুমদারের দেহ।
মৃত মায়ের দেহ ফ্রিজারে রাখার পিছনে দেহ সংরক্ষণ সংক্রান্ত গবেষণা নাকি অপরাধমনস্কতা ? জেমস লং সরণির ঘটনা নিউজ এইটিন বাংলা তুলে ধরার পর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। গত পাঁচ তারিখ এই ঘটনা প্রকাশ্যে আসার পর আমাদের স্টুডিওতে বসেই মনোরোগ বিশেষজ্ঞরা দাবি করছিলেন এই ঘটনার পিছনে কাজ করেছে শুভব্রত’র অপরাধমনস্কতাই। তাঁদের সঙ্গে কার্যত একমত পাভলভের চিকিৎসকরাও।
advertisement
advertisement
বিজার ডিলিউশনে ভরা শুভব্রত’র জীবন। যা অমানুষিক এবং অবিশ্বাস্য। এটা অপরাধমনস্কতার ইঙ্গিত দেয়। রবিবারও দিনভর তাঁর সঙ্গে কথা বলে সেই ইঙ্গিত দিচ্ছেন চিকিৎসকরা। প্রাথমিক ভাবে শুভব্রত’র মধ্যে স্কিৎজো এফেক্টিভ ডিসআর্ডারের কথাই তুলে ধরছেন চিকিৎসকরা। আরও স্পষ্ট হতে শুভব্রত’র সিটিস্ক্যান ও এমআরআই হবে।
advertisement
চিকিৎসকদের দাবি, মা ফিরে আসবেন এই বিশ্বাসে ফ্রিজে মস্তিক রাখলেও অন্য অঙ্গগুলি কেটে আলাদা করেছিলেন শুভব্রত। আলাদা পাত্রে সেগুলিকে আবার ফ্রিজের মধ্যেই রাখা হয়েছিল। শুভব্রতর জীবনের এই ভ্রান্তি ভাবচ্ছে চিকিৎসকদের। এদিকে, ময়নাতদন্তের পর সোমবার পরিবারের হাতে তুলে দেওয়া হতে পারে বীণা মজুমদারের দেহ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মায়ের দেহ ফ্রিজারে রাখার পিছনে শুভব্রতর অপরাধমনস্কতাই কাজ করছিল, দাবি চিকিৎসকদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement