'ব্রিজের নীচে আটকে পড়েছে আমার ভাই, ওকে উদ্ধার করুন'...

Last Updated:
#মাঝেরহাট: ভেঙে পড়া ব্রিজের নীচে আটকে রয়েছেন প্রণব কুমার দে, এমনই দাবি পরিবারের ৷ উদয় বলেই বাড়িতে ডাকা হয় তাকে ৷ ভাঙা ব্রিজের আশপাশ গভীর চিন্তায় ও উৎকণ্ঠায় ঘুরে বেড়াচ্ছেন প্রণবের দাদা ৷ গতকাল দুর্ঘটনার পর থেকেই খোঁজ নেই তার ভাইয়ের ৷ উদ্ধারকারীদের কাছে বারবার ভাইয়ের খোঁজ নিচ্ছেন তিনি ৷ উদয় বেলডাঙার বাসিন্দা ৷
News 18 Bangla.com-এর সাংবাদিকের সামনে উদয়ের ছবি নিয়ে এলেন তার দাদাই ৷ তার কাতর আর্তি দাদা 'একটু দেখুন না ৷ ভাইকে কাল থেকে পাওয়া যাচ্ছে না ৷ ও তো এখানে কাজ করত ৷ আটকে পড়েছে ব্রিজের নিয়ে ৷ ওকে উদ্ধার করুন ৷ '
মাঝেরহাটের পাশে চলা মেট্রোর কাজে যুক্ত ছিলেন উদয় ৷ ব্রিজের নীচে বেশ কয়েকজন মেট্রোকর্মীর আটকে থাকার যে আশঙ্কা করা হচ্ছে, প্রণব তাদের মধ্যে রয়েছে বলেই দাবি তার পরিবারের ৷ তবে শুধু প্রণব নয়, প্রণবের সহকর্মীরাও আটকে আছেন বলেই জানাচ্ছেন তারা ৷ গতকাল থেকে উদ্ধারকাজ চলছে বটে, তবে তা খুবই ধীর গতিতে বলেই অভিযোগ প্রণবের পরিবারের ৷
advertisement
advertisement
অন্যদিকে উদ্ধারকাজেও বেশ কিছু সমস্যা রয়েছে ৷ রেললাইনের পাশে পড়েছে কংক্রিট ডিস্ক ল্যাপ ৷ ভাঙার পক্ষে এই অংশটি খুবই শক্ত ৷ আর এর নীচেই রেলকর্মী ও ঠিকা শ্রমিকদের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে ৷ তাই এই বিশাল চাঁইয়ে ফাটল ধরিয়ে তার মধ্যে দিয়ে ঢোকানো হচ্ছে ক্যামেরা ৷ এই ক্যামেরাতেই দেখা যাবে কারা চাপা পড়ে রয়েছেন ভাঙা ব্রিজের নীজে ৷ প্রণবের পরিবারের দাবি, প্রণব ছাড়াও তার সব সহকর্মী আটকে রয়েছেন ভিতরে ৷ অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের মত ২জন রেলকর্মী আটকে আছেন ৷ আপাতত এই ঘটনায় ১জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে ৷ আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'ব্রিজের নীচে আটকে পড়েছে আমার ভাই, ওকে উদ্ধার করুন'...
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement