'ব্রিজের নীচে আটকে পড়েছে আমার ভাই, ওকে উদ্ধার করুন'...

Last Updated:
#মাঝেরহাট: ভেঙে পড়া ব্রিজের নীচে আটকে রয়েছেন প্রণব কুমার দে, এমনই দাবি পরিবারের ৷ উদয় বলেই বাড়িতে ডাকা হয় তাকে ৷ ভাঙা ব্রিজের আশপাশ গভীর চিন্তায় ও উৎকণ্ঠায় ঘুরে বেড়াচ্ছেন প্রণবের দাদা ৷ গতকাল দুর্ঘটনার পর থেকেই খোঁজ নেই তার ভাইয়ের ৷ উদ্ধারকারীদের কাছে বারবার ভাইয়ের খোঁজ নিচ্ছেন তিনি ৷ উদয় বেলডাঙার বাসিন্দা ৷
News 18 Bangla.com-এর সাংবাদিকের সামনে উদয়ের ছবি নিয়ে এলেন তার দাদাই ৷ তার কাতর আর্তি দাদা 'একটু দেখুন না ৷ ভাইকে কাল থেকে পাওয়া যাচ্ছে না ৷ ও তো এখানে কাজ করত ৷ আটকে পড়েছে ব্রিজের নিয়ে ৷ ওকে উদ্ধার করুন ৷ '
মাঝেরহাটের পাশে চলা মেট্রোর কাজে যুক্ত ছিলেন উদয় ৷ ব্রিজের নীচে বেশ কয়েকজন মেট্রোকর্মীর আটকে থাকার যে আশঙ্কা করা হচ্ছে, প্রণব তাদের মধ্যে রয়েছে বলেই দাবি তার পরিবারের ৷ তবে শুধু প্রণব নয়, প্রণবের সহকর্মীরাও আটকে আছেন বলেই জানাচ্ছেন তারা ৷ গতকাল থেকে উদ্ধারকাজ চলছে বটে, তবে তা খুবই ধীর গতিতে বলেই অভিযোগ প্রণবের পরিবারের ৷
advertisement
advertisement
অন্যদিকে উদ্ধারকাজেও বেশ কিছু সমস্যা রয়েছে ৷ রেললাইনের পাশে পড়েছে কংক্রিট ডিস্ক ল্যাপ ৷ ভাঙার পক্ষে এই অংশটি খুবই শক্ত ৷ আর এর নীচেই রেলকর্মী ও ঠিকা শ্রমিকদের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে ৷ তাই এই বিশাল চাঁইয়ে ফাটল ধরিয়ে তার মধ্যে দিয়ে ঢোকানো হচ্ছে ক্যামেরা ৷ এই ক্যামেরাতেই দেখা যাবে কারা চাপা পড়ে রয়েছেন ভাঙা ব্রিজের নীজে ৷ প্রণবের পরিবারের দাবি, প্রণব ছাড়াও তার সব সহকর্মী আটকে রয়েছেন ভিতরে ৷ অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের মত ২জন রেলকর্মী আটকে আছেন ৷ আপাতত এই ঘটনায় ১জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে ৷ আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'ব্রিজের নীচে আটকে পড়েছে আমার ভাই, ওকে উদ্ধার করুন'...
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement