Soham Chakraborty: যারা র‍্যাগিং করে তারা 'সাইকো', যাদবপুর কাণ্ড নিয়ে মুখ খুললেন সোহম

Last Updated:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং কান্ড নিয়ে জল বহুদূরে গড়িয়েছে। র‍্যাগিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য বহু সংগঠন রাস্তায় নেমেছে

বিধানসভায় সোহম।
বিধানসভায় সোহম।
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং কাণ্ড নিয়ে জল বহুদূরে গড়িয়েছে। র‍্যাগিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য বহু সংগঠন রাস্তায় নেমেছে। ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই দিনে গান্ধী মূর্তি পাদদেশে সভা করা হয় সংগঠনের পক্ষ থেকে। সেখানেও র‍্যাগিং বন্ধ করার ডাক দেওয়া হয়।
এমন কি,  হেল্পলাইন নম্বর বিতরণ করা হয় ছাত্রছাত্রীদের মধ্যে। মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে সমাবেশ করে এসএফআই। এ ছাড়াও আরও বেশকিছু ছাত্র সংগঠনের পক্ষ থেকে এক বা একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। র‍্যাগিং বন্ধ করার জন্য অনেকে আবার সিসিটিভির দাওয়াই দিয়েছেন। একই সঙ্গে যারা র‍্যাগিংয়ে অভিযুক্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার সওয়াল করেছেন ছাত্রছাত্রী, অবিভাবক, শিক্ষক শিক্ষিকা সহ প্রত্যেকেই।
advertisement
এই অভিযুক্তদের একহাত নিয়েছেন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। সম্প্রতি বিধানসভায় এই বিষয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন, “আসলে কিছু অপরাধী ছাত্র নামটা ব্যবহার করে এসব করে থাকেন। যারা র‍্যাগিং করে তারা আসলে ‘সাইকো’। যারা জুনিয়ারদের উপর এসব করে। শুধুমাত্র যাদবপুর কেন, বহু ছাত্রছাত্রী র‍্যাগিংয়ের শিকার হয়ে মারা গিয়েছে এইসব সাইকো কিলারদের হাতে। আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের উচিত এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া। একই সঙ্গে প্রশাসনেরও দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা উচিত যাতে পুনরায় এ ধরনের ঘটনা না ঘটে।”
advertisement
advertisement
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর পরে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় প্রথম বর্ষের এক পড়ুয়াকে। এর পরেই কড়া পদক্ষেপ করে পুলিশ প্রশাসন৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Soham Chakraborty: যারা র‍্যাগিং করে তারা 'সাইকো', যাদবপুর কাণ্ড নিয়ে মুখ খুললেন সোহম
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement