শিশু অধিকার ফিরে পেতে কলকাতা মেতে উঠল ফুটবলে

Last Updated:

শিশুদের অধিকার রক্ষার উদ্দেশ্যে বহু বছর ধরেই কাজ করে আসছে স্বেচ্ছাসেবী সংস্থা CRY-Child Rights and You ৷

#কলকাতা: শিশুদের অধিকার রক্ষার উদ্দেশ্যে বহু বছর ধরেই কাজ করে আসছে স্বেচ্ছাসেবী সংস্থা CRY-Child Rights and You ৷ গত বছর থেকেই সংস্থার উদ্যোগে চালু হয়েছে Soccer For Child Rights ৷ এবছর মোট ১২টা কর্পোরেট দল অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে ৷ বৃষ্টিভেজা মোহনবাগান মাঠেই রবিবার আয়োজিত হয়েছিল ফুটবল টুর্নামেন্ট ৷ শিশুদের উজ্জ্বল ভবিষ্যত গড়ার উদ্দেশ্যেই এই টুর্নামেন্টের আয়োজন ৷ এখান থেকে সংগৃহীত অর্থ সমাজের দুঃস্থ শিশুদের অধিকার রক্ষা এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার কাজেই ব্যবহার করা হয়ে থাকে ৷ রবিবার ফাইনালে স্টার্লিং অ্যান্ড উইলসনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টিসিএস ৷
ফিল্ম প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসও CRY-র এই প্রচেষ্টায় যোগ দিয়েছে ৷ রবিবার টুর্নামেন্ট দেখতে হাজির ছিলেন ‘আসছে আবার শবর’ ছবির কলাকুশলীরাও ৷ অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, দর্শনা বণিক, দিতি সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, গৌরব চক্রবর্তীরা মাঠে উপস্থিত থেকে  আগাগোড়া উৎসাহ দিয়ে গিয়েছেন ফুটবলারদের ৷
CRY-এর পূর্বাঞ্চলের আঞ্চলিক ডিরেক্টর অতিন্দ্র নাথ দাস বলেন, ‘‘ কর্পোরেটের কর্মীরা যেভাবে নিজেদের ব্যস্ততার মধ্যেই এই টুর্নামেন্টে অংশ নিয়ে আমাদের প্রচেষ্টাকে সার্থক করে তুলেছেন , তার জন্য তাঁদের অসংখ্য ধন্যবাদ ৷ দুঃস্থ শিশুদের সাহায্যের জন্য অনেক বছর ধরেই কাজ করে আসছে CRY ৷ সেই কাজকে আরও সফল করে তুলতে এগিয়ে এসেছে বিভিন্ন কর্পোরেট সংস্থাও ৷ ’’
advertisement
advertisement
Ashchhe abar shobor and Genius with runners up Sterling and Wilson
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শিশু অধিকার ফিরে পেতে কলকাতা মেতে উঠল ফুটবলে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement