Smart Meter: স্মার্ট মিটার নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকারের! সরাসরি সংঘাত কেন্দ্রের সঙ্গে, এবার কী হতে চলেছে?
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Suman Biswas
Last Updated:
Smart Meter: তিন মাস পরেই মেটানো যাবে বিল। প্রিপেড নয় পোস্ট পেইড ব্যবস্থা চালু। বিধানসভায় বিবৃতি দিয়ে জানালেন বিদ্যুৎ মন্ত্রী।
কলকাতা: স্মার্ট মিটার নিয়ে কেন্দ্রের সঙ্গে এবার সরাসরি সংঘাতে রাজ্য। কেন্দ্রীয় সরকার স্মার্ট মিটার বাধ্যতামূলক বলে নোটিফিকেশন জারি করে। সেই নোটিফিকেশনের প্রেক্ষিতে কাজ শুরু হয় রাজ্যে। সাধারণ মানুষের ক্ষোভ দেখা যায় এতে। এর জেরেই রাজ্য সিদ্ধান্ত নেয়, আর নয় স্মার্ট মিটার। এবার সেগুলো ব্যবহার হবে সাধারণ মিটারের মতোই। তিন মাস পরেই মেটানো যাবে বিল। প্রিপেড নয় পোস্ট পেইড ব্যবস্থা চালু। বিধানসভায় বিবৃতি দিয়ে জানালেন বিদ্যুৎ মন্ত্রী।
বিভিন্ন সূত্রে যা জানা যাচ্ছে, স্মার্ট মিটার নিয়ে কেন্দ্রের তরফে আগেই একটা নোটিফিকেশন জারি করেছিল। সেই মোতাবেক বিভিন্ন রাজ্যে কাজ শুরু হয়। পশ্চিমবঙ্গে প্রায় ৫-৬ হাজার বাড়িতে এই স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়। যদিও বিভিন্ন স্থান থেকে এই নিয়ে বিস্তর অভিযোগ আসতে শুরু করে। আগেই রাজ্য জানিয়ে দেয় তারা স্মার্ট মিটার বসাবে না ডোমেস্টিক এরিয়ায়। অন্যদিকে, বিজেপি শাসিত রাজ্যে স্মার্ট মিটার লাগানোর কাজ শুরু হয়ে গেছে।
advertisement
মহারাষ্ট্রতে অর্ডার ২ কোটি ৪৮ লক্ষ।ইতিমধ্যেই ইনস্টল ৩২ লক্ষ। উত্তরপ্রদেশে অর্ডার ৩ কোটি ৯ লক্ষ। ইতিমধ্যেই ইনস্টল হয়েছে ৪০ লক্ষ। গুজরাত অর্ডার হয়েছে ১ কোটি ৪১ লক্ষ। ইতিমধ্যেই ইনস্টল হয়েছে ২৫ লক্ষ। বিহার অর্ডার হয়েছে ১ কোটি ৭২ লক্ষ। ইতিমধ্যেই ইনস্টল হয়েছে ৭০ লক্ষ।* আসাম অর্ডার হয়েছে ৭০ লক্ষ। ইনস্টল হয়েছে ৩৮ লক্ষ। মধ্যপ্রদেশ ৫৫ লক্ষ অর্ডার হয়েছে। ইনস্টল হয়েছে ২৪ লক্ষ।
advertisement
advertisement
এদিন বিধানসভায় বিবৃতি দিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, কেন্দ্রীয় সরকার গেজেট নোটিফিকেশন করেছিল। বিদ্যুৎ দফতর নোটিফিকেশন জারি করেছিল। জোর করে কেন্দ্রীয় সরকার চাপিয়ে দিয়েছিল। রাজ্যে স্মার্ট মিটার লাগানো বন্ধ করা হল।যেগুলো লাগানো হয়েছে সেগুলিকে নরমাল মিটার হিসাবে দেখা হবে। তিন মাসেই বিল দেবেন। প্রিপেড হবে না। পোস্ট পেইড বিল দেবেন।এদিন মন্ত্রী অভিযোগ করেন রাজনীতি করার চেষ্টা করেছিল বিরোধীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 11, 2025 1:18 PM IST










