Waterlogging: মর্মান্তিক! খাট থেকে ঘরের মেঝেতে এক হাঁটু জমা জলে পড়ে মৃত্যু ৬ মাসের ঘুমন্ত শিশুকন্যার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Anup Chakraborty
Last Updated:
Waterlogging Accident: পাপন ঘোড়ইয়ের বাড়িতেও প্রায় হাঁটু সমান জল। কিন্তু বসবাসের বিকল্প জায়গা না থাকায় সেই ঘরে তাঁরা থাকতে বাধ্য হচ্ছেন।
কলকাতা: একটানা বর্ষণে ঘরে জল জমে রয়েছে৷ সেই জলে ডুবে মৃত্যু হল ৬ মাস বয়সি শিশুর৷ মর্মান্তিক এই ঘটনা উত্তর দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকার৷ পুলিশ জানিয়েছে, এই অঞ্চলে স্ত্রী এবং শিশুকন্যা ঋষিকাকে নিয়ে সংসার পাপন ঘোড়ইয়ের৷ উত্তর দমদমের দেবীনগর-সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। রাস্তাঘাটের পাশাপাশি বহু বাড়িও এখনও জলমগ্ন। পাপন ঘোড়ইয়ের বাড়িতেও প্রায় হাঁটু সমান জল। কিন্তু বসবাসের বিকল্প জায়গা না থাকায় সেই ঘরে তাঁরা থাকতে বাধ্য হচ্ছেন।
শনিবার সকাল সাড়ে ন’টা নাগাদ শিশুটিকে খাটের উপর ঘুম পাড়িয়ে পাশেই কাজ করছিলেন তার মা। মাঝে শৌচালয়ে যাওয়ার জন্য কিছু ক্ষণের জন্য ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন পাপনের স্ত্রী। তাদের দাবি, সেই সময় ঘুমন্ত অবস্থায় শিশুটি খাট থেকে মেঝেতে জমা জলে পড়ে যায়।
আরও পড়ুন : দক্ষিণে বৃষ্টি কিছুটা কমলেও থামছে না, উত্তরবঙ্গে দুর্যোগ চলবে !
পাপনের স্ত্রী শৌচালয় থেকে ফিরে ঘরে ঢুকে দেখতে পান ঘরের মেঝেতে জমা জলে পড়ে রয়েছে তার ৬ মাসের কন্যাসন্তান৷ তিনি জল থেকে তাঁর শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন ছোট্ট ঋষিকাকে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 02, 2025 3:51 PM IST