Sitaram Yechury on Sanjukta Morcha: 'ভোট শেষ, জোট শেষ!' সংযুক্ত মোর্চায় ইতি টানলেন ইয়েচুরি

Last Updated:
সংযুক্ত মোর্চার প্রয়োজন ফুরিয়েছে, বুঝিয়ে দিলেন সীতারাম ইয়েচুরি৷
সংযুক্ত মোর্চার প্রয়োজন ফুরিয়েছে, বুঝিয়ে দিলেন সীতারাম ইয়েচুরি৷
#কলকাতা: বিধানসভা নির্বাচনে বিপুল প্রত্যাশা নিয়ে লড়াই করেও শেষ পর্যন্ত মাত্র একটি আসনেই থামতে হয়েছিল সংযুক্ত মোর্চাকে (Sanjukta Morcha)৷ ঘুরে দাঁড়ানো দূরে থাক, বিধানসভা থেকে মুছে গিয়েছে বাম- কংগ্রেস৷ এই পরিস্থিতিতে সংযুক্ত মোর্চার ভবিষ্যৎ কী, তা নিয়েও তৈরি হয়েছিল ধোঁয়াশা৷ শেষ পর্যন্ত সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury on Sanjukta Morcha) কার্যত স্পষ্ট করে দিলেন, সংযুক্ত মোর্চার প্রয়োজন ফুরিয়েছে৷ এ দিন কলকাতায় রাজ্য কমিটির বৈঠকের পর ইয়েচুরি স্পষ্ট বলেন, 'ভোটের জন্যই মোর্চা তৈরি হয়েছিল৷ নির্বাচনও শেষ, জোটও শেষ৷'
গত বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার (Sanjukta Morcha) প্রার্থী হিসেবে একমাত্র আইএসএফ-এর নওসাদ সিদ্দিকি জয়ী হয়েছিলেন৷ সংযুক্ত মোর্চা তৈরির জন্য বামফ্রন্টের মধ্যে সবথেকে বেশি তৎপর ছিল বড় শরিক সিপিএম (CPIM)৷ নির্বাচনে বিপর্যয়ের পর তাই বামফ্রন্টের বৈঠকে শরিকদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছে সিপিএম-কে৷ এমন কি, কেন্দ্রীয় কমিটির বৈঠকেও নির্বাচনী রণকৌশল নিয়ে সিপিএমের রাজ্য নেতাদের কথা শুনতে হয়েছে৷
advertisement
advertisement
ভবানীপুর উপনির্বাচনেও (Bhabanipur By Electuon) জোর ধাক্কা খায় সংযুক্ত মোর্চার ঐক্য৷ কারণ কংগ্রেস জানিয়ে দেয়, তারা এই আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে প্রার্থীই দেবে না৷ এমন কি, সংযুক্ত মোর্চার প্রার্থীর প্রচারেও কংগ্রেস থাকবে না বলে জানিয়ে দেওয়া হয়৷ এর পর ভবানীপুরে প্রার্থী দেয় সিপিএম৷ তার পরেও এতদিন সংযুক্ত মোর্চার ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট করে কিছু বলতে পারছিলেন না সিপিএমের রাজ্য নেতারা৷ তার উপর জাতীয় স্তরে যেভাবে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে যে ধরনের সমঝোতা তৈরি হচ্ছে, তা সংযুক্ত মোর্চায় থেকে  সিপিএমের কাছেও বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছিল৷
advertisement
এ দিন কলকাতায় সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন সীতারাম ইয়েচুরি৷ দলের রাজ্য নেতারা এতদিন যে অপ্রিয় সত্যিটা বলতে পারছিলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেটাই স্পষ্ট বলে দিলেন ইয়েচুরি৷ সাফ জানিয়ে দিলেন, ভোটের পর আর সংযুক্ত মোর্চার প্রয়োজনীয়তা নেই৷
এ দিন সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে আরও একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ বিজেপি বিরোধী আন্দোলনে তৃণমূল প্রস্তাব দিলে ভেবে দেখা হবে বলে এ দিন সিদ্ধান্ত নিয়েছে সিপিএমের রাজ্য কমিটি৷ অবশ্য তৃণমূল বিজেপি বিরোধী আন্দোলনে অন্তত রাজ্য স্তরে সিপিএম-কে সেই সুযোগ দেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে৷ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বিজেপি বিরোধী লড়াইয়ে সিপিএম- কংগ্রেসকে বার্তা দিয়েছেন৷
advertisement
এর পাশাপাশি এ দিনের রাজ্য কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী বছরের ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি কলকাতায় সিপিএমের রাজ্য সম্মেলন হবে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sitaram Yechury on Sanjukta Morcha: 'ভোট শেষ, জোট শেষ!' সংযুক্ত মোর্চায় ইতি টানলেন ইয়েচুরি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement