দেশকে লুঠছে এমন চৌকিদার চাই না, ব্রিগেডের মঞ্চ থেকে মোদিকে আক্রমণ সীতারামের

Last Updated:
#কলকাতা: ব্রিগেডের মঞ্চ থেকে মোদি-মমতাকে একসঙ্গে আক্রমণ করলেন সীতারাম ইয়েচুরি ৷
বামেদের ব্রিগেডে জনসমুদ্র ৷ শনিবার রাত থেকেই শহর এবং শহরতলি থেকে এসে শহরে ভিড় জমিয়েছেন বাম সমর্থকেরা ৷ সকাল হতেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে ব্রিগেডে ভিড় জমিয়েছেন দলীয় সমর্থকেরা ৷ বাম ব্রিগেডে জনসমুদ্র দেখে উচ্ছ্বসিত সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ তিনি বলেন, ‘‘পুরো দেশের বিশ্বাস হয়ে গিয়েছে, বাংলার জনগণ রাজ্য থেকে দিদিকে হঠাবে ৷ একটাই বাধা আছে ৷ আমাদের ভোট দিতে বাধা দেবে ৷ আমরা পাল্টা প্রতিরোধ করব ৷ আমরা হুঁশিয়ারি দিচ্ছি, ভোট দিতে আটকালে প্রতিরোধের আগুন তৈরি হবে ৷ এবার যদি ভোট দিতে আটকানো হয়, তাহলে প্রতিরোধ হবে ৷ বিজেপি ও তৃণমূলকে হঠাতে হবে ৷ এটাই আমাদের সংকল্প ৷’’
advertisement
একইসঙ্গে মোদিকে আক্রমণ করলেন সীতারাম ৷ তিনি বলেন, ‘‘দিল্লি থেকে মোদিকে ক্ষমতাচ্যুত করবে বাংলার জনগণ ৷ নীতির জন্যই মোদিকে সরাতে চাই ৷ দেশে লুঠতরাজ চলছে ৷ লুঠের জন্য আইন বদলানো হচ্ছে ৷ নির্দোষদের নির্মমভাবে খুন করা হচ্ছে ৷ বাংলাতেও বিদ্বেষের বাতাবরণ তৈরি হয়েছে ৷ মোদির নীতি দেশকে ধ্বংস করছে ৷’’ তাঁর বক্তব্য, দেশে নেতা নয়, নীতি চাই ৷ সেই নীতি লাল ঝান্ডাই আনতে পারে বলে দাবি করেন সীতারাম ৷
advertisement
advertisement
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ঢংয়েই সীতারাম মোদিকে কটাক্ষ করে বলেন, ‘স্বপ্ন দেখানো চৌকিদারের কাজ নয় ৷ দেশকে লুঠছে এমন চৌকিদার চাই না ৷ জিএসটি ও নোট বাতিলে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের জনগণ ৷ নোটবন্দি, জিএসটির জেরে অনেকের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে ৷ বেকারত্ব বেড়েছে ৷ মোদির আমলে ৪৫ বছরের রেকর্ড বেকারত্ব ৷ দেশের সম্পত্তি নিজের স্বার্থে বেচে দিচ্ছে বিজেপি ও তৃণমূল ভাঁওতা করছে ৷ ৫ বছর শুধু দেশকে লুঠেছে ওরা ৷ লড়াই করে অধিকার ছিনিয়ে নিতে হবে নিজেদের অধিকার ৷’
advertisement
তবে, ভারত বদলাবে ৷ বদলাবে বাংলাও ৷ ব্রিগেডের মঞ্চ থেকে আত্মবিশ্বাস ঝড়ে পড়ছে সীতারাম ইয়েচুরির গলায় ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দেশকে লুঠছে এমন চৌকিদার চাই না, ব্রিগেডের মঞ্চ থেকে মোদিকে আক্রমণ সীতারামের
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement