দেশকে লুঠছে এমন চৌকিদার চাই না, ব্রিগেডের মঞ্চ থেকে মোদিকে আক্রমণ সীতারামের
Last Updated:
#কলকাতা: ব্রিগেডের মঞ্চ থেকে মোদি-মমতাকে একসঙ্গে আক্রমণ করলেন সীতারাম ইয়েচুরি ৷
বামেদের ব্রিগেডে জনসমুদ্র ৷ শনিবার রাত থেকেই শহর এবং শহরতলি থেকে এসে শহরে ভিড় জমিয়েছেন বাম সমর্থকেরা ৷ সকাল হতেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে ব্রিগেডে ভিড় জমিয়েছেন দলীয় সমর্থকেরা ৷ বাম ব্রিগেডে জনসমুদ্র দেখে উচ্ছ্বসিত সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ তিনি বলেন, ‘‘পুরো দেশের বিশ্বাস হয়ে গিয়েছে, বাংলার জনগণ রাজ্য থেকে দিদিকে হঠাবে ৷ একটাই বাধা আছে ৷ আমাদের ভোট দিতে বাধা দেবে ৷ আমরা পাল্টা প্রতিরোধ করব ৷ আমরা হুঁশিয়ারি দিচ্ছি, ভোট দিতে আটকালে প্রতিরোধের আগুন তৈরি হবে ৷ এবার যদি ভোট দিতে আটকানো হয়, তাহলে প্রতিরোধ হবে ৷ বিজেপি ও তৃণমূলকে হঠাতে হবে ৷ এটাই আমাদের সংকল্প ৷’’
advertisement
একইসঙ্গে মোদিকে আক্রমণ করলেন সীতারাম ৷ তিনি বলেন, ‘‘দিল্লি থেকে মোদিকে ক্ষমতাচ্যুত করবে বাংলার জনগণ ৷ নীতির জন্যই মোদিকে সরাতে চাই ৷ দেশে লুঠতরাজ চলছে ৷ লুঠের জন্য আইন বদলানো হচ্ছে ৷ নির্দোষদের নির্মমভাবে খুন করা হচ্ছে ৷ বাংলাতেও বিদ্বেষের বাতাবরণ তৈরি হয়েছে ৷ মোদির নীতি দেশকে ধ্বংস করছে ৷’’ তাঁর বক্তব্য, দেশে নেতা নয়, নীতি চাই ৷ সেই নীতি লাল ঝান্ডাই আনতে পারে বলে দাবি করেন সীতারাম ৷
advertisement
advertisement
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ঢংয়েই সীতারাম মোদিকে কটাক্ষ করে বলেন, ‘স্বপ্ন দেখানো চৌকিদারের কাজ নয় ৷ দেশকে লুঠছে এমন চৌকিদার চাই না ৷ জিএসটি ও নোট বাতিলে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের জনগণ ৷ নোটবন্দি, জিএসটির জেরে অনেকের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে ৷ বেকারত্ব বেড়েছে ৷ মোদির আমলে ৪৫ বছরের রেকর্ড বেকারত্ব ৷ দেশের সম্পত্তি নিজের স্বার্থে বেচে দিচ্ছে বিজেপি ও তৃণমূল ভাঁওতা করছে ৷ ৫ বছর শুধু দেশকে লুঠেছে ওরা ৷ লড়াই করে অধিকার ছিনিয়ে নিতে হবে নিজেদের অধিকার ৷’
advertisement
তবে, ভারত বদলাবে ৷ বদলাবে বাংলাও ৷ ব্রিগেডের মঞ্চ থেকে আত্মবিশ্বাস ঝড়ে পড়ছে সীতারাম ইয়েচুরির গলায় ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 03, 2019 3:21 PM IST