Sisir Adhikari: শিশির অধিকারীর উপর হামলা, হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি! নজর শুক্রবারে
- Written by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Sisir Adhikari: কাঁথির সাংসদ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ খেজুরিতে।
কলকাতা: কাঁথির সাংসদ শিশির অধিকারীর গাড়িতে মঙ্গলবার হামলার অভিযোগে এবার হাইকোর্টে মামলা। মঙ্গলবার খেজুরি ব্লকে শিশির অধিকারী বোর্ড গঠনের অনুষ্ঠান থেকে ফেরার পথে হামলার শিকার হন বলে অভিযোগ। গতকাল তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা হয়। বোমা পড়ে। ভাঙচুর হয়। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে। এবার সেই ঘটনার প্রেক্ষিতেই বিচারপতি জয় সেনগুপ্তর আদালতে মামলা দায়ের করার আবেদন করা হয়। মামলা দায়েরের অনুমতিও দেন বিচারপতি। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টে। তবে, সরাসরি শিশির অধিকারী মামলা করেননি। তবে মঙ্গলবার শিশিরবাবুর ওপর হামলার ঘটনার বিষয়টিতে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করেছেন খুকুমণি মণ্ডল।
কাঁথির সাংসদ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ খেজুরিতে। হামলায় সাংসদের গাড়ির কাচ ভাঙে। আহত হন প্রবীণ সাংসদ নিজেও। শিশিরের ছেলে তথা তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, তাঁর বাবার মাথায় আঘাত লেগেছে।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের খেজুরির তেঁতুলতলায় শিশিরের গাড়ি দেখার পর আচমকা স্লোগান তোলেন কয়েক জন। অভিযোগ, ওই ভিড় থেকে কয়েক জন ইট ছোড়েন সাংসদের গাড়িতে। তার ফলে কাচ ভাঙে গাড়ির। আহত হন কাঁথির সাংসদ।
advertisement
এর পর শিশিরকে কাঁথির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশিরের ছেলে তথা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকার পুরো ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন। তাঁর কথায়, ‘‘হামলা হয়েছে শুনলাম। বাবার গাড়ির কাচ ভেঙে দিয়েছে। ওই সময় গাড়ি ব্রেক কষে। সেই ঝাঁকুনিতে বাবার চোট লাগে মাথায়।’’ তিনি আরও জানান, এই খবর পেয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি, প্রাথমিক চিকিৎসার পর শিশিরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান দিব্যেন্দু। এবার সেই ঘটনায় হাইকোর্টে মামলাও হল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 06, 2023 1:46 PM IST









