দেবের পরে মিমি! SIR- শুনানিতে এবার ডাক পেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা টলিউডের অভিনেত্রী
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এসআইআরে এবারে ডাক পেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ৩১ জানুয়ারি শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে তাঁকে।
কলকাতা: এসআইআরে এবারে ডাক পেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ৩১ জানুয়ারি শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে তাঁকে।
ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর-এ সাধারণ মানুষের পাশাপাশি বেশ কিছু টলিউড তারকাদেরও ডাকা হয়েছে। সেই তালিকায় ডাক পেয়েছেন সাংসদ তথা অভিনেতা দেব, সৌমিতৃষাও। আর এবার ডাক পেলেন তৃণমূলের আরও এক প্রাক্তন সাংসদ।
এসআইআর-এ ডাক পাওয়া নিয়ে মিমি চক্রবর্তী জানিয়েছেন, “হ্যাঁ আমার কাছে এসআইআরের নোটিস এসেছে। আমি ৩১ জানুয়ারি অবশ্যই যাব। আমার যে বিধানসভা কেন্দ্র অর্থাৎ কসবা। সেখানে আমি ভোট দিই। সেখানেই আমাকে হয়ত যেতে হবে। যা যা ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয়েছে তাই নিয়েই যাব।
advertisement
advertisement
মিমি চক্রবর্তী ২০১৯ সালে সক্রিয় রাজনীতিতে পা রাখেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাঁর এই অভিষেক ছিল অত্যন্ত চমকপ্রদ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ আসন যাদবপুর থেকে প্রার্থী করেন। সেই নির্বাচনে মিমি চক্রবর্তী রেকর্ড ভোট পেয়ে জয়লাভ করে লোকসভার সদস্য হন। তবে রাজনীতিতে উল্লেখযোগ্য ছাপ ফেলেও, ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি মিমি চক্রবর্তী লোকসভার সাংসদ পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। বর্তমানে মিমি চক্রবর্তী সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছেন। এখন তিনি আবারও পূর্ণসময়ের জন্য টলিউডের অভিনয় জগৎ এবং সৃজনশীল কাজে মনোনিবেশ করেছেন। শুক্রবার মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। এই মুহূর্তে এই ছবির প্রচারেই ব্যস্ত রয়েছেন মিমি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 24, 2026 3:02 PM IST









