চাষযোগ্য জমি ফেরত চেয়ে ফের সিঙ্গুর মামলা হাইকোর্টে
Last Updated:
#কলকাতা: ফের সিঙ্গুর মামলা হাইকোর্টে ৷ চাষযোগ্য জমি ফেরত চেয়ে মামলা বেড়াবেড়ি মৌজার কৃষকদের ৷ ২০১৯-এর আগে কেন মামলা ? সেই নিয়ে মামলাকারীদের কাছে প্রশ্ন তুললেন বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায় ৷
লোকসভা ভোটের মুখে ফের খবরে সিঙ্গুর ৷ বেড়াবেড়ি মৌজার কয়েকজন কৃষক কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ৷ তাদের দাবি, চাষযোগ্য জমি তাঁরা এখনও পাননি ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মত হাইকোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করে তাদের দাবি পূরণ করুক ৷ এমনটাই দাবি জানান বেড়াবেড়ি মৌজার তরুণকুমার মিত্র-সহ একাধিক কৃষক ৷
গত বছর শেষের দিকে হাইকোর্টে এই মামলাটি ওঠে ৷ আজ অর্থাৎ শুক্রবার প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে শুনানি হয় ৷ মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের উদ্দেশে বিচারপতি প্রশ্ন করেন,২০১৯-র আগে হঠাৎ করে সিঙ্গুর মামলা কেন ? রাজ্য সরকারের কাছে জমা দেওয়া মামলাকারী কৃষকদের আবেদনপত্র দেখতে চেয়েছে আদালত। অতিরিক্ত হলফনামার আকারে সেই আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।
advertisement
advertisement
প্রসঙ্গত, আগামী ১ ফেব্রুয়ারি সিঙ্গুর মামলার পরবর্তী শুনানি ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
January 11, 2019 8:49 PM IST