চাষযোগ্য জমি ফেরত চেয়ে ফের সিঙ্গুর মামলা হাইকোর্টে

Last Updated:
#কলকাতা: ফের সিঙ্গুর মামলা হাইকোর্টে ৷ চাষযোগ্য জমি ফেরত চেয়ে মামলা বেড়াবেড়ি মৌজার কৃষকদের ৷ ২০১৯-এর আগে কেন মামলা ? সেই নিয়ে মামলাকারীদের কাছে প্রশ্ন তুললেন বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায় ৷
লোকসভা ভোটের মুখে ফের খবরে সিঙ্গুর ৷ বেড়াবেড়ি মৌজার কয়েকজন কৃষক কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ৷ তাদের দাবি, চাষযোগ‍্য জমি তাঁরা এখনও পাননি ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মত হাইকোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করে তাদের দাবি পূরণ করুক ৷ এমনটাই দাবি জানান বেড়াবেড়ি মৌজার তরুণকুমার মিত্র-সহ একাধিক কৃষক ৷
গত বছর শেষের দিকে হাইকোর্টে এই মামলাটি ওঠে ৷ আজ অর্থাৎ শুক্রবার প্রতীকপ্রকাশ বন্দ‍্যোপাধ‍্যায়ের সিঙ্গল বেঞ্চে শুনানি হয় ৷ মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের উদ্দেশে বিচারপতি প্রশ্ন করেন,২০১৯-র আগে হঠাৎ করে সিঙ্গুর মামলা কেন ? রাজ‍্য সরকারের কাছে জমা দেওয়া মামলাকারী কৃষকদের আবেদনপত্র দেখতে চেয়েছে আদালত। অতিরিক্ত হলফনামার আকারে সেই আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।
advertisement
advertisement
প্রসঙ্গত, আগামী ১ ফেব্রুয়ারি সিঙ্গুর মামলার পরবর্তী শুনানি ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
চাষযোগ্য জমি ফেরত চেয়ে ফের সিঙ্গুর মামলা হাইকোর্টে
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement