প্রয়াত সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়
Last Updated:
#কলকাতা: প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় ৷ বয়স হয়েছিল ৯১ বছর ৷ বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি ৷ এসএসকেএমে চিকিৎসা চলছিল এই জনপ্রিয় সঙ্গীতশিল্পীর ৷ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন ৷ সোমবার সল্টলেকের বাড়িতেই মৃত্যু হয় তাঁর ৷ শিল্পীর প্রয়াণে শোকাহত সঙ্গীতমহল ৷
রবীন্দ্রসঙ্গীত ও বাংলা আধুনিক গানে তিনি এক অত্যন্ত জনপ্রিয় শিল্পী। চল্লিশের দশকের শেষ দিকে সলিল চৌধুরীর সুরে দ্বিজেন মুখোপাধ্যায়ের বেশ কিছু কাজ জনপ্রিয়তা লাভ করে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করা হয় দ্বিজেন মুখোপাধ্যায়কে। সম্মানিত হয়েছিলেন পদ্মভূষণ সম্মানেও ৷ দেড় হাজারের বেশি গান রেকর্ড করেছিলেন ৷ রেকর্ড করা গানের আটশো-ই রবীন্দ্র সংগীত ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 24, 2018 2:26 PM IST