হোম /খবর /কলকাতা /
এবার মশা তাড়াতেও মহারাজ! ডেঙ্গু বিরোধী প্রচারে সৌরভ

মশা তাড়াতে মহারাজ, ডেঙ্গি বিরোধী প্রচারে শিলিগুড়ি যাচ্ছেন সৌরভ

বুধবার কলকাতায় সৌরভের সঙ্গে দেখা হয় অশোক ভট্টাচার্য। সেখানেই শিলিগুড়ি পুরসভার ডেঙ্গি বিরোধী অভিযানে সৌরভকে শামিল হওয়ার আহবান জানান তিনি।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা:  মশা তাড়াতে সৌরভ যাচ্ছেন শিলিগুড়ি। ডেঙ্গি বিরোধী অভিযানে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য আমন্ত্রণ জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে। প্রাক্তন পুরো নগরোন্নয়ন মন্ত্রী তথা বর্তমান শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের সঙ্গে বাংলার মহারাজের সম্পর্ক দীর্ঘ দিনের। যখন ভারতীয় দলের হয়ে খেলতেন তখন ও বহু বার অশোক ভট্টাচার্যের ডাকে শিলিগুড়ি গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ক্রিকেট কেরিয়ারের টালমাটাল অবস্থার সময় সৌরভের সব সময় পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন এই মন্ত্রী। ২০১১ সালে বিধানসভা নির্বাচনে বামেরা ক্ষমতাচ্যুত হওয়া। তখন শিলিগুড়ি আসন থেকে নির্বাচনে পরাজিত হন অশোক ভট্টাচার্য। কিন্তু তারপরও সম্পর্ক একই থেকে যায় দুজনের মধ্যে। পরবর্তী কালে শিলিগুড়ি পুরসভার মেয়র হন অশোক বাবু। ২০১৬ বিধানসভা নির্বাচনে আবার বিধায়ক হন তিনি।

এদিকে সৌরভের ক্রিকেট কেরিয়ার শেষ হবার পর একাধিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। এখন তিনি পুরোদস্তুর ক্রিকেট প্রশাসন। ব্যস্ততার কোনও কমতি নেই তাঁর।

বুধবার কলকাতায় সৌরভের সঙ্গে দেখা হয় অশোক ভট্টাচার্য। সেখানেই শিলিগুড়ি পুরসভার ডেঙ্গি বিরোধী অভিযানে সৌরভকে শামিল হওয়ার আহবান জানান তিনি। অশোকবাবু বলেন, '‘নভেম্বর মাসে সৌরভের শিলিগুড়ি পুরসভার একটি অনুষ্ঠানে বক্তৃতা করার কথা ছিল। কিন্তু ব্যস্ততার কারণে তার আর যাওয়া হয়ে ওঠেনি। এদিন দেখা হতেই সৌরভ বলল, শিলিগুড়ি আমি যেতে চাই। তখন আমি তাকে আমাদের পুরসভার ডেঙ্গুু বিরোধী অভিযানে সচেতনতা বৃদ্ধির অনুষ্ঠানে আসার জন্য বলি।' যদিও মহারাজ কবে শিলিগুড়ি যাচ্ছেন তা ঠিক হয়নি। অশোক বাবু জানান, এপ্রিল মাসে কোনও একদিন শিলিগুড়ি যাবেন প্রাক্তন ভারত অধিনায়ক।

২০১৯ সালে শিলিগুড়িতে প্রায় ১০০০ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। তারমধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানান মেয়র নিজে।  ঘরের ছেলে ভারতীয় দলের  উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহা-কে দিয়েও ইতিমধ্যেই ডেঙ্গু বিরোধী প্রচার চালিয়েছে শিলিগুড়ি পুরসভা। কিন্তু এবার অশোক বাবু শিলিগুড়িতে নিয়ে যাবেন বিসিসিআই প্রেসিডেন্টকে।

 SOUJAN MONDAL

Published by:Elina Datta
First published:

Tags: BCCI President, BCCI President Sourav Ganguly, Dengue awareness campaign, Siliguri Mayor Asok Bhattacharya, Sourav Ganguly