Home /News /kolkata /

সিগনালিংয়ে সমস্যা, দমদম স্টেশনে ট্রেন চলাচল ব্যাহত

সিগনালিংয়ে সমস্যা, দমদম স্টেশনে ট্রেন চলাচল ব্যাহত

ঘণ্টাখানেক ধরে বিভিন্ন স্টেশনে একাধিক লোকাল ট্রেন আটকে পড়ায় দিনের ব্যস্ত সময়ে চরম দুর্ভোগের মুখে পড়েছেন নিত্যযাত্রী ও সাধারণ যাত্রীরা ৷

 • Share this:

  #দমদম: গতকাল রাতের পর ফের আজও দমদম স্টেশনে ট্রেন চলাচল ব্যহত ৷ জানা গিয়েছে, দমদম স্টেশনে সিগনালিংয়ের সমস্যা হওয়ায় শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন হচ্ছে ৷ পরপর দাঁড়িয়ে পড়েছে আপ ও ডাউন ট্রেন ৷ ঘণ্টাখানেক ধরে বিভিন্ন স্টেশনে একাধিক লোকাল ট্রেন আটকে পড়ায় দিনের ব্যস্ত সময়ে চরম দুর্ভোগের মুখে পড়েছেন নিত্যযাত্রী ও সাধারণ যাত্রীরা ৷
  গতকাল রাতেও দমদমের কাছে পয়েন্ট বিকল হওয়ায় শিয়ালদহ উত্তর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল ৷ রাতের দিকে স্টেশনে আটকে পড়েন বহু মানুষ ৷ কলকাতা স্টেশন থেকেও লোকাল ও এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ ছিল ৷ বন্ধ ছিল বনগাঁ শাখাও ৷ কিছুক্ষণ পর অবশ্য স্বাভাবিক হয় ট্রেন চলাচল ৷

  First published:

  Tags: Dumdum Station, Sealdah, Signal failure, Train

  পরবর্তী খবর