ইডির ডাকে সিজিও কমপ্লেক্সে শোভন-বৈশাখী, ডাকলে আবার আসব, জানালেন বৈশাখী

Photo: News 18 Network

Photo: News 18 Network

  • Share this:

#কলকাতা: নারদা মামলায় শোভন-বৈশাখীকে ইডির তলব ৷ দীর্ঘ ৬ ঘণ্টা জিজ্ঞেসাবাদ শেষ করে ইডি দফতর থেকে বেরোলেন বৈশাখী ব্যানার্জি এবং শোভন চট্টোপাধ্যায়।

ইডি দফতর থেকে বেরিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, ‘ইডি যা জানতে চেয়েছে, জানিয়েছি ৷ ভবিষ্যতে ফের ডাকলেও আসব ৷ তদন্তে সবরকমের সহযোগিতা করতে আমি করব ৷ তবে আরও কিছু বিষয় প্রকাশ্যে আনা বাকি বলেও সচেতন করেন তিনি ।’

দুপুর ১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজির হন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷ সঙ্গে ছিলেন শোভনও ৷ মুখোমুখি বসিয়ে শোভন-বৈশাখীকে টানা ৬ ঘণ্টা জেরা করেন ইডি-র আধিকারিকরা ৷

বেশ কিছুদিন আগে রত্না চট্টোপাধ্যায় ইডি-র কাছে দাবি করেছিলেন, শোভনের সম্পত্তির হিসেব রাখতেন বৈশাখী ৷ সেই কথার সূত্র ধরেই শোভন-বৈশাখীকে তলব করে ইডি ৷

Published by:Sarmita Bhattacharjee
First published:

Tags: Baishakhi Banerjee, Shovon Chaterjee