Shankha Ghosh Wife Passes Away: কবি-প্রয়াণের মাত্র আটদিন, প্রয়াত শঙ্খ ঘোষের স্ত্রী! কারণ সেই করোনা

Last Updated:

কবির মৃত্যুর ৮ দিনের মাথায় প্রয়াত তাঁর স্ত্রী প্রতিমা ঘোষ, করোনা আক্রান্ত ছিলেন তিনিও।

প্রয়াত শঙ্খ-জায়া প্রতিমা
প্রয়াত শঙ্খ-জায়া প্রতিমা
#কলকাতা: মাত্র আটদিন আগে করোনার (Coronavirus) কবলে চিরবিদায় নিয়েছিলেন কবি শঙ্খ ঘোষ (Shankha Ghosh)। আর শঙ্খ ঘোষের মৃত্যুর ঠিক আটদিনের মাথায় প্রয়াত হলেন তাঁর স্ত্রী প্রতিমা ঘোষ। শঙ্খ ঘোষের মতো করোনায় আক্রান্ত ছিলেন তাঁর স্ত্রী'ও। কবি মৃত্যুর ৮ দিনের মাথায় প্রয়াত তাঁর স্ত্রী প্রতিমা ঘোষ, করোনা আক্রান্ত ছিলেন তিনিও।
সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন শঙ্খ ঘোষ। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। আর সেই সময় সংক্রমিত হন প্রতিমাদেবীও। গত ২১ এপ্রিল সকালে প্রয়াত হন শঙ্খবাবু। তার ঠিক আটদিনের মাথায় জীবনাবসান হল প্রতিমাদেবীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯। পরিবার সূত্রে খবর, শঙ্খ বাবুর চলে যাওয়ার পর গত কয়েকদিনে প্রতিমাদেবীর শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হয়েছিল। পরিস্থিতি এতটাই সাংঘাতিক হয়ে উঠেছিল, তাঁকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিস্থিতিও ছিল না। ফলে শঙ্খবাবুর মতো তাঁরও বাড়িতেই চিকিৎসা চলছিল।
advertisement
অধ্যাপনার কাজে দীর্ঘদিন যুক্ত ছিলেন প্রতিমা দেবী। বিদ্যাসাগর কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা ছিলেন তিনি। লিখেছেন একাধিক বই। বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
advertisement
মাত্র আট দিন আগেই বাংলা সাহিত্যের জগতে ইন্দ্রপতন ঘটিয়ে প্রয়াত হন শঙ্খ ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। গত ১২ এপ্রিল থেকে সর্দি-কাশিতে ভুগছিলেন। পরে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্ষীয়ান কবি হাসপাতালে যেতে অনিচ্ছুক ছিলেন বলে হোম আইসোলেশনেই চলছিল চিকিৎসা। এরপর বাড়িতেই জীবনাবসান হয় শঙ্খ ঘোষের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Shankha Ghosh Wife Passes Away: কবি-প্রয়াণের মাত্র আটদিন, প্রয়াত শঙ্খ ঘোষের স্ত্রী! কারণ সেই করোনা
Next Article
advertisement
Pakistani Spy Arrested: পাকিস্তানের হয়ে চরবৃত্তি, পঠানকোটে ধৃত ১৫ বছরের কিশোর! এবার আইএসআই-এর টার্গেট নাবালকরা, চিন্তায় পুলিশ
পাকিস্তানের হয়ে চরবৃত্তি, পঠানকোটে ধৃত ১৫ বছরের কিশোর! এবার ISI-এর টার্গেট নাবালকরা?
  • পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে ধৃত ১৫ বছরের কিশোর৷

  • পঞ্জাবের পঠানকোট থেকে গ্রেফতার করল পুলিশ৷

  • এবার পাকিস্তানের টার্গেট নাবালকরা, দাবি তদন্তকারীদের৷

VIEW MORE
advertisement
advertisement