৫ বছরে দেশে শুধু বিভাজন করেছেন মোদি-শাহ: অরবিন্দ কেজরিওয়াল

Last Updated:
#কলকাতা: তৃণমূল কংগ্রেসের ব্রিগেড ১৯ জানুয়ারি ৷ লোকসভা ভোটের আগে তৃণমূলের ব্রিগেড সমাবেশ যেন মোদি-বিরোধী শক্তিগুলির মহাজোটের মঞ্চ। এক সময় ব্রিগেড থেকে বাম শাসনের মৃত্যুঘণ্টা বাজানোর ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী। এবার মোদি সরকারের মৃত্যুঘণ্টা বাজানোর আহ্বান। মমতার দাবি, ভোটে ১২৫ আসনেই থামতে হবে বিজেপিকে।দেশের রাশ থাকবে ছোট দলগুলির হাতেই ৷
ব্রিগেডের মঞ্চে রাজনৈতিক নেতাদের চাঁদের হাট ৷ ‘মোদি হঠাও দেশ বাঁচাও’ স্লোগানে গমগম করছে গোটা ব্রিগেড চত্বর ৷ সেই মঞ্চ থেকেই মোদি-অমিত শাহকে ধ্বংস করার হুঙ্কার দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি বলেন, ‘‘মোদি-শাহ জুটি বিদায় ঘণ্টা বেজে গিয়েছে ৷ চাকরি নেই ৷ দেশজুড়ে বেকারত্ব ৷ মোদি ধোঁকা দিয়েছেন, দেশের যুব সম্প্রদায়ের থেকে ভোট নিয়েছেন ৷ মোদির নোটবন্দির জেরে কয়েক কোটি মানুষের চাকরি গিয়েছে ৷ কৃষকেরা ঠকছে প্রতিটি পদে, আত্মহত্যা করছে, ফসল নষ্ট হচ্ছে ৷ মোদি ফসলের বিমা করিয়েছেন ৷ মোদির বন্ধুদের বিমা কোম্পানি ৷ তাঁরা হাজার হাজার কোটি টাকা রোজগার করেন ৷ কৃষক ফসলের দাম পায় না ৷ বিজেপি দেশের মহিলাদের গালিগালাজ করে ৷ প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় সেই মানুষদের ফলো করেন ৷ দেশের মুসলমানদের উপর অত্যাচার ৷ গত ৭০ বছর ধরে পাকিস্তানের স্বপ্ন ছিল, এই দেশকে টুকরো টুকরো করবে ৷ তারা করতে পারেনি, কিন্তু, মোদি-শাহ জুটি তা পাঁচ বছরে করে দিয়েছে ৷ এই জুটি দেশকে ধ্বংস করে দেবে ৷ এরা ফের এলে দেশ বাঁচবে না, দেশ ধ্বংস হয়ে যাবে ৷ দেশ টুকরো টুকরো হয়ে যাবে ৷ এই সরকারকে দিল্লি থেকে উৎখাত করতে হবে ৷ আমিত শাহ বলেছিলেন, ২০৫০ পর্যন্ত বিজেপির শাসন চলবে ৷ কেন বলেছিলেন ? এরা সংবিধান বন্ধ করে দেবে, নির্বাচন হবে না ৷’’
advertisement
একই সঙ্গে মোদিকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন কেজরিওয়াল- ‘‘হিটলার যা করেছিলেন তাই মোদি-শাহেরও সেই ইচ্ছা মনে মনে ৷ ২০১৯ সালে এই জুটিকে ক্ষমতায় আসতে দেবে না দেশের জনগণ ৷ তাহলে প্রধানমন্ত্রী কে হবে ? ২০১৯ সালের নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচনের নয় ৷ নরেন্দ্র মোদি-অমিত শাহকে তাড়ানোর নির্বাচন ৷ যাঁরা সত্যিকারের দেশভক্ত, তাঁদেরকে বলছি, ২০১৯ সালে এঁদেরকে তাড়ান ৷ এটাই সত্যিকারের দেশভক্তি ৷ আমি নিশ্চিত, মোদি-অমিত শাহ যাচ্ছে, দেশে অচ্ছে দিন আসছে ৷’’
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
৫ বছরে দেশে শুধু বিভাজন করেছেন মোদি-শাহ: অরবিন্দ কেজরিওয়াল
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement