‘নিরাপত্তার অভাব বোধ করলে কেপিসিতে চলে এস’, জুনিয়র ডাক্তারদের আশ্রয় দেওয়ার আশ্বাস ফিরহাদ-কন্যার

Last Updated:
#কলকাতা: এনআরএস-এর অচলাবস্থা কাটাতে নেতৃত্বের ভূমিকার সমালোচনা করলেন মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে শাব্বা হাকিম ৷ তৃণমূলের অন্দরেই এ নিয়ে তৈরি হয়েছে বিরাট অস্বস্তি ৷ ফিরহাদ কন্যা শাব্বা নিজেও পেশায় চিকিৎসক। ফেসবুকে একটি পোস্ট করে, প্রয়োজন বুঝলে জুনিয়র চিকিৎসকদের যাদবপুরের কেপিসি হাসপাতালে আশ্রয় দেওয়ার খোলা আশ্বাস দিলেন শাব্বা হাকিম।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী SSKM-এ এসে হুঁশিয়ারি দেন, আন্দোলন না তুললে হস্টেল ছাড়তে হবে জুনিয়র চিকিৎসকদের। এর পরেই ফেসবুকে একটি পোস্ট করে শাব্বা হাকিম লিখেছেন, এই পোস্টটি ‘ডক্টরস বাই কজ’-এর তরফে। তাতে লেখা, ‘‘যদি তোমরা কেউ নিজেকে নিরাপদ নয় বোঝো, তাহলে কেপিসি-তে চলে এস ৷’’
উল্লেখ্য, পেশায় ডাক্তার শাব্বা ফেসবুকে লিখেছেন, ‘‘এ রাজ্যের সরকারি ও অধিকাংশ বেসরকারি হাসপাতালে আউটডোর বয়কট করেছেন ডাক্তাররা। কিন্তু জরুরি বিভাগে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। মানবিকতার খাতিরেই আমরা অন্য পেশার মতো কাজ বন্ধ করতে পারি না। যদি বাস বা ট্যাক্সি ধর্মঘট হয়, তবে একজন ট্যাক্সি চালক-বাসচালকও আপনাকে পরিষেবা দেবেন না, সে পরিস্থিতি যাই হোক না কেন।
advertisement
advertisement
12
শাব্বা হাকিমের সেই ফেসবুক পোস্ট ৷ 
যাঁরা বলছেন, ‘অন্য রোগীদের কী দোষ?’ তাঁরা দয়া করে সরকারকে জিজ্ঞেস করুন, সরকারি হাসপাতালে পুলিশ মোতায়েন থাকলেও তাঁরা কেন ডাক্তারদের নিরাপত্তা দিতে পারলেন না? দয়া করে জিজ্ঞেস করুন, যখন ২টি ট্রাকে করে গুন্ডারা এল, কেন সঙ্গে সঙ্গে বাড়তি ব্যবস্থা নেওয়া হল না? কেন হাসপাতাল চত্বরে এখনও গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে? শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার রয়েছে আমাদের। নিরাপদে কাজ করার অধিকার রয়েছে আমাদের’’। এরপরই আত্মসমালোচনার সুরে ফিরহাদ কন্যা লেখেন, ‘‘একজন তৃণমূল কংগ্রেস সমর্থক হিসেবে আমাদের নেতৃত্বের নীরবতা দেখে আমি খুবই লজ্জিত’’।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘নিরাপত্তার অভাব বোধ করলে কেপিসিতে চলে এস’, জুনিয়র ডাক্তারদের আশ্রয় দেওয়ার আশ্বাস ফিরহাদ-কন্যার
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement