SFI: এসএফআইয়ের রাজ্য সম্পাদকের তখতে দেবাঞ্জন, কী কারণে তাঁকে বাছা হল জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:UJJAL ROY
Last Updated:
SFI: সূত্রের খবর দেবাঞ্জনের কাজের গতির দিকে বেশকিছু দিন ধরেই নজর রাখছিল নেতৃত্ব।
কলকাতা: ঘোষিত কর্মসূচি হোক বা হঠাৎ করে নেওয়া কোনও সিদ্ধান্ত, এসএফআইয়ের কলকাতা জেলা কমিটি দ্রুততার সঙ্গে সেই কাজ করতে সক্ষম। আর এই কাজের নেপথ্যে বরাবরই সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে সভাপতি দেবাঞ্জন দে কে। টালা থেকে টালিগঞ্জ মিটিং, মিছিল, সভা, সমিতিতে সবসময় এগিয়ে থেকেছে কলকাতা জেলা। আর এই কারণেই সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের ছেড়ে যাওয়া আসনে দেবাঞ্জনকে বেছে নেওয়া হল। উদ্দেশ্য কলকাতা জেলার মতো বাকি জেলাতেও কর্মসূচিতে আরও গতির সঞ্চার করা।
সূত্রের খবর দেবাঞ্জনের কাজের গতির দিকে বেশকিছু দিন ধরেই নজর রাখছিল নেতৃত্ব। সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ও সভাপতি প্রতিক উর রহমানের উত্তরসূরী বেছে নিতে তাই অসুবিধা হয়নি সংগঠনের নেতৃত্বের। একদিক থেকে এটা প্রত্যাশিত ছিল বলেই মনে করে ওয়াকিবহাল মহল। ২২ থেকে ২৪ জানুয়ারি মালদহে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই দেবাঞ্জনকে রাজ্য সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় সংগঠনের পক্ষ থেকে। রাজ্য সভাপতি প্রতীকউর রহমানের জায়গায় এলেন প্রণয় কার্য্যী। পাশাপাশি ছাত্র সংগঠনের মুখপত্র ‘ছাত্রসংগ্রাম’-র সম্পাদক করা হল বীরভূমের সৌভিক দাস বক্সীকে।
advertisement
advertisement
সূত্রের খবর, এসএফআই-র বিদায়ী রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য এবং রাজ্য সভাপতি প্রতীকউর রহমনকে লোকসভা নির্বাচনে কাজে লাগাতে পারে সিপিআইএম। তাঁদের দু’জনকে প্রার্থীও করা হতে পারে।
advertisement
প্রথম থেকেই নাম উঠে আসছিল কলকাতা জেলা সংগঠনের সভাপতির দায়িত্ব সামলানো দেবাঞ্জন দে-র। লড়াকু-পরিশ্রমী হিসাবে পরিচয় দিয়ে দলে নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি। সম্প্রতি কলকাতা জেলা সংগঠনে বদল হয়েছে। এসএফআই-এর কলকাতা জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন বর্ণনা মুখোপাধ্যায়। সম্পাদক হয়েছেন দিধীতি রায়। একদিকে যখন জেলা কমিটিতে দুই মহিলা মুখকে তুলে আনা হয়েছে, তখন দীর্ঘদিন কলকাতা জেলা সংগঠনের দায়িত্ব সামলানো দেবাঞ্জনকে কি এবার দেখা যেতে পারে নতুন ভূমিকায়? সেই জল্পনাকেই এবার সত্যি করে ৩৮তম রাজ্য সম্মেলনে ঠিক করা হল নবনির্বাচিত সম্পাদক হবেন দেবাঞ্জন দে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2024 8:54 PM IST