যৌনতার হাতছানি টালিঞ্জের স্পা–ঢাকা মধুচক্রে, সিরিয়ালের চেনা মুখ ক্রেতা হয়ে গ্রেফতার
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
কলকাতার নাইট লাইফ এখন আগের থেকে অনেক বদলে গিয়েছে। এখন চোখ ঘোরালেই উত্তর থেকে দক্ষিণ, নজরে পড়ে পাব, বার, স্পা, বিলাসবহুল জীবনের নানা দিক।
#কলকাতা: টালিগঞ্জে স্পা–এর আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ। ঘটনায় জড়িত এক টেলিভিশনের চেনা মুখ। আর সেই মধুচক্র চালানোর অভিযোগেই সেই অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত অভিনেতার নাম সৌগত বন্দ্যোপাধ্যায়।
কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও গোয়েন্দা বিভাগের কাছে দীর্ঘদিন ধরেই অভিযোগ জমা পড়েছিল যে টালিগঞ্জ থানা এলাকার রাসবিহারীতে একটি স্পা–এর আড়ালে মধুচক্র চালানো হচ্ছে। সেই মতো শনিবার রাতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালান গোয়েন্দারা। তার মধ্যে ছিল এই স্পা–টিও। এখান থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে রয়েছেন সেই স্পা–এর মালিক ও কর্মীরা। এছাড়া, টলিউডের অভিনেতা সৌগত বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করে পুলিশ। অভিযোগ সৌগত এখানে ক্রেতা হিসাবে এসেছিলেন। এখান থেকে ১১ জনকে গ্রেফতার করে আলিপুর কোর্টে পেশ করা হয়। এছাড়া, তালতলা থানা এলাকার একটি স্পা থেকেও পাঁচজনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে মোট ১৬ জনকে এই মধুচক্র অভিযানে গ্রেফতার করা হয়েছে।
advertisement
কলকাতার নাইট লাইফ এখন আগের থেকে অনেক বদলে গিয়েছে। এখন চোখ ঘোরালেই উত্তর থেকে দক্ষিণ, নজরে পড়ে পাব, বার, স্পা, বিলাসবহুল জীবনের নানা দিক। আর নতুন প্রজন্ম একে একে সেই জীবনের সঙ্গে নিজেকে খাপ খাইয়েও নিয়েছে। সেই গ্ল্যামার জগতের সঙ্গে কোথাও যেন একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে নিষিদ্ধ দুনিয়ারও। তারই উদাহরণ যেন এই স্পা–এর আড়ালে মধুচক্রের সন্ধান। যদিও কতদিন ধরে এখানে এই বেআইনি ব্যবসা চলছে, তা স্পষ্ট করে জানতে পারেনি পুলিশ। নেপথ্যে কাদের হাত রয়েছে, সেটা জানতেও তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা। তবে এই ধরপাকড়ের বিষয়টি বেআইনি মধুচক্র রোখার কাজে যে একটি বড় সাফল্য, সেটা মনে করছেন অনেকেই।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 11, 2020 8:25 PM IST