ঝড়ের তাণ্ডবে স্তব্ধ শহর, মৃত ১৫
Last Updated:
শহর কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় মঙ্গলবার সন্ধ্যেতে আছড়ে পড়ে কালবৈশাখি ৷ ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে শহর ৷
#কলকাতা: শহর কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় মঙ্গলবার সন্ধ্যেতে আছড়ে পড়ে কালবৈশাখি ৷ ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে শহর ৷ গাছ পড়ে শহরের বেশ কিছু জায়গায় স্তব্ধ হয়ে গিয়েছিল কলকাতা ৷ ঝড়ের দাপটে মঙ্গলবার রাতে এখনও অবধি ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে ৷
কলকাতার পাশাপাশি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতেও ব্যপক ঝড় বৃষ্টি হয় ৷ দিনভর তীব্র গরমের পর সন্ধ্যায় কালো হয়ে আসে শহরের আকাশ। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ঝড়ের তাণ্ডব।
advertisement
চাঁদনিতে অটোর উপর গাছ পড়ে মৃত্যু হয়েছে ৷ আনন্দপুরে ঝড়ের দাপটে নির্মীয়মান বাড়ির অংশ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে একজনের ৷ কাজ সেরে বাড়ি ফেরার পথে বাইক আরোহী মহঃ সাজিদ খানের মৃত্যু হয়েছে ৷ আনন্দপুরের গুলসন কলোনিতে ঘটনাটি ঘটে ৷ এর পাশাপাশি বেহালায় গাছ পড়ে, পোস্তায় বাড়ির পাঁচিল ভেঙে মৃত পাঁচিল ভেঙে একজনের মৃত্যুর খবর মিলেছে ৷
advertisement
আরও পড়ুন: আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি আলিপুরের
অপরদিকে, হাওড়াতেও ছয়জনের মৃত্যুর খবর মিলেছে ৷ ডুমুরজলায় মৃত্যু হয়েছে তরুণী মুনমুন দত্তের ৷ বেলুড়ে এক ছাত্রীসহ মৃত ৪ ৷ ঝড়ের সময়ে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন তারা ৷ সেই সময় বিদ্যুতের তারে গাছ ভেঙে পড়ে ৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাদের ৷ এর পাশাপাশি আন্দুল রোড থেকেও মৃত্যুর খবর মিলেছে ৷
advertisement
এছাড়াও শহরের নানা জায়গা থেকে গাছ পড়ে আহত হয়েছেন সাতজন ৷ মির্জা গালিব স্ট্রিটে গাছ পড়ে আহত দুই ৷ আহতদের অবস্থা আশঙ্কাজনক ৷ ওয়েলিংটন স্ট্রিটে গাছ পড়ে আহত তিন ৷ চাঁদনিতে অটোর উপর গাছ পড়ে আহত হয়েছেন দু’জন ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 18, 2018 9:33 AM IST

