#কলকাতা: কয়েকদিন ধরেই কলকাতার বিভিন্ন জায়গায় বৃদ্ধ দম্পতি বা একা বৃদ্ধকে খুন করে লুঠ করে নেওয়া হচ্ছে সম্পত্তি। অনেক জায়গায় আবার বাড়ি দখলের জন্যও খুন করা হচ্ছে বয়স্কদের। সম্প্রতি নেতাজি নগর ও নরেন্দ্রপুরে বৃদ্ধ দম্পত্তিকে খুন করা নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে আরও কড়া হতে বলেন। তিনি বলেন," খুন করে কারও বাড়ি দখল করতে দেব না।" পুলিশকে অতিরিক্ত নজর রাখতে নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে পুরসভা ও পঞ্চায়েতগুলিকেও সতর্ক থাকতে নির্দেশ দেন। এর পরই প্রবীণদের নিরাপত্তায় জোর দেয় লালবাজার।
প্রবীণদের নিরাপত্তা সক্রিয় করতে ২৪ ঘণ্টার হেল্পলাইন আরও সক্রিয় করা হল। বয়স্কদের সুরক্ষার জন্য খোলা হেল্পলাইন নম্বর ৯৮৩০০৮৮৮৪ কে এবার ১০০ ডায়ালের সঙ্গে যুক্ত করা হচ্ছে। ১০০ ডায়াল করলে এবার বয়স্কদের জন্য সুরক্ষারও আবেদন করা যাবে। এই বিষয় নিয়ে আজ ডিসিদের নিয়ে বৈঠক করেন পুলিশ কমিশনার। আরও সক্রিয় করা হচ্ছে প্রণাম প্রকল্প। প্রবীণদের উপর আক্রমণ আটকাতে এসওপি পাঠানো হল সব ডিসি-কে।