West Bengal Weather Update: উত্তরবঙ্গের আবহাওয়া প্রবল খারাপ হওয়ার আশঙ্কা, কেমন থাকবে দক্ষিণবঙ্গ?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: বিগত দিনে রাজ্যের বজ্রপাতে একের পর এক মৃত্যুর ঘটনার পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
#কলকাতা: সপ্তাহ শুরুর দিন, সোমবারও শহর কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। একই পূর্বাভাস দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার জন্য। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে ৯৪ শতাংশ। বজ্রপাতের আশঙ্কাও বিভিন্ন জেলায়। বিগত দিনে রাজ্যের বজ্রপাতে একের পর এক মৃত্যুর ঘটনার পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
এ যদি হয় দক্ষিণবঙ্গের অবস্থা, তাহলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কিছু কিছু পাহাড়ি এলাকায় ধসও নামতে পারে। শুধু তাই নয়, নদীর জলস্তর বেড়ে প্লাবনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, প্রথম ইনিংস শেষে এবার সেকেন্ড ইনিংসের দিকে পা বাড়াচ্ছে বর্ষা (West Bengal Monsoon)। বর্ষার প্রথম ইনিংসে টানা বৃষ্টিতে ভিজেছে গোটা বাংলা, জলমগ্ন হয়ে পড়েছিল বহু এলাকা। মৌসুমী বায়ুর সঙ্গে ছিলও নিম্নচাপের প্রভাবও। তবে হাওয়া অফিস জানাচ্ছে, দ্বিতীয় ইনিংসে বর্ষার বেশিরভাগ প্রভাবই পড়বে উত্তরবঙ্গে (North Bengal)।
advertisement
advertisement
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Forecast) থাকায়, পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও করছেন আবহাওয়াবিদরা। তাঁদের মতে, বাড়তে পারে নদীর জলস্তরও। যার ফলে আবারও একটি প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে বাংলায়। জলস্তর বেড়ে বন্যা কবলিত হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা। সোমবার উত্তরের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে মঙ্গলবার থেকে আবারও বৃষ্টি বৃদ্ধি পেতে পারে বলেও জানা গিয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 28, 2021 8:27 AM IST