হোম /খবর /কলকাতা /
বড় খবর! হনুমান জয়ন্তী উপলক্ষে বিশাল সিদ্ধান্ত নবান্নের, দেখে নিন বিস্তারিত

Hanuman Jayanti News: বড় খবর! হনুমান জয়ন্তী উপলক্ষে বিশাল সিদ্ধান্ত নবান্নের, দেখে নিন বিস্তারিত

ফাইল ছবি

ফাইল ছবি

Hanuman Jayanti News: নির্দেশে বলা হয়েছে, হনুমান জয়ন্তীর কোনও মিছিল হলে তা ভিডিওগ্রাফি করতে হবে।

  • Share this:

কলকাতা: হাইকোর্টের নির্দেশ মেনে হনুমান জয়ন্তী উপলক্ষে তিন কোম্পানি প্যারামিলিটারি ফোর্স মোতায়েন করছে নবান্ন। ব্যারাকপুর, চন্দননগর ও কলকাতা এই তিনটি জায়গায় এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। হাইকোর্টে নির্দেশ মেনে চলতে হবে আপনাদের, নির্দেশ নবান্নের।

নির্দেশে বলা হয়েছে, হনুমান জয়ন্তীর কোনও মিছিল হলে তা ভিডিওগ্রাফি করতে হবে। ঠিক করার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশের ৫ ও ৬ নম্বর প্যারাগ্রাফ মানতে হবে। মিছিল করতে আসা প্রত্যেকের আই-ডি কার্ড চেক করতে হবে। জেলাশাসক পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠকে নির্দেশ দিলেন মুখ্যসচিব বলেই নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন: 'পাল্কি অ্যাম্বুল্যান্স' থেকে ‘আনন্দপাঠ’! মানুষের সেবায় নিয়োজিত সরকারি কর্মীদের ২০টি প্রকল্পকে বিশেষ স্বীকৃতি দিল নবান্ন

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে 'বাহিনী' কাঁটা? ১ লক্ষ ৮০ হাজার পুলিশ মিলবে কী করে? চিন্তায় নির্বাচন কমিশন

অন্য দিকে, মিটিং মিছিল ঘিরে বিভিন্ন সময় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা জনিত পরিস্থিতি তৈরি হয়েছে। আক্রান্ত হয়েছে পুলিশ। ভাঙচুর হয়েছে সরকারি সম্পত্তি। এই পরিস্থিতিতে মিটিং মিছিল নিয়ে রাজ্য জুড়ে নয়া নিয়ম। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার দেখানো পথে মিটিং মিছিল নিয়ে নতুন গাইড লাইন কলকাতা পুলিশের।

কলকাতা পুলিশ এলাকায় সমস্ত মিটিং মিছিল আয়োজনের ক্ষেত্রে কলকাতা পুলিশের ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। সেই আবেদনপত্রেই রয়েছে কড়া নির্দেশিকা। মিটিং মিছিলের আয়োজকরা কী করতে পারবেন, আর পারবেন না- তা স্পষ্ট করা হয়েছে।

Published by:Uddalak B
First published:

Tags: Hanuman jayanti