বড়দিন ও নববর্ষে শহরজুড়ে বাড়তি নিরাপত্তা, মোতায়েন ১০০০ অতিরিক্ত পুলিশ
Last Updated:
#কলকাতা: বড়দিন ও নববর্ষের সেলিব্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শহরে ৷ বড়দিন উপলক্ষ্যে সেজে উঠেছে পার্ক স্ট্রিট এলাকা ৷ উৎসবের সময় কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে ৷ মোতায় করা হয়েছে ১০০০ বাড়তি পুলিশ ৷
মঙ্গলবার বড়দিন উপলক্ষ্যে পার্কস্ট্রিট চত্বরে ক্রিসমাস সেলিব্রেশনের জন্য আসতে চলেছেন বহু মানুষ ৷ এই ভিড়ে যেকোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া হতে চলেছে পুলিশি নিরাপত্তা ৷ বিভিন্ন চার্চ, শপিং মল, হোটেল ও ক্লাবের নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ ।
advertisement
advertisement
২৪ ডিসেম্বর রাত থেকে অতিরিক্ত পুলিশ ৷ থাকছে ১১০টি অতিরিক্ত পুলিশ পিকেট ৷ নজরদারিতে ১১টি ওয়াচ টাওয়ার ৷ পানশালাগুলিতেও কড়া নজরদারি ৷ পার্ক স্ট্রিটে রাস্তা দু’ধারেই যাতায়াত করা যাবে ৷ নজরদারিতে কলকাতা পুলিশের গোয়েন্দারা ৷ মত্ত অবস্থায় গাড়ি চলাচল রুখতেও নজরদারি ৷ শহরে বাইক দৌরাত্ম্য রুখতেও কড়া নজর ৷
advertisement
আরও পড়ুন: পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস! মোবাইলে ঘুরছে ডিএলএড পরীক্ষার প্রশ্নপত্রের পিডিএফ ফাইল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
December 21, 2018 8:56 PM IST