সুখবর! সুখবর! লোকাল ট্রেনে আর ঘামতে হবে না... আগামী মাসেই কি দৌড় শুরু হবে এসি লোকালের?
- Published by:Rachana Majumder
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
গরমে এই ট্রেনের চাহিদা যে ভালরকম হবে তা মনে করছেন রেলের কর্তারা। তাঁদের কথায়, ১২ কোচের এই ট্রেনে এগারোশোর বেশি সিট থাকবে। দাঁড়িয়ে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
শিয়ালদহ থেকে খুব শীঘ্রই চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন। শিয়ালদহ ডিভিশনে ইতিমধ্যেই এই বিষয়ে বিশদে আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে ১০ অগাস্ট এসি লোকাল ট্রেনের উদ্বোধন হবে। তবে নিশ্চিত করে এখনও কিছু জানানো হয়নি।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, শিয়ালদহ-রানাঘাট রুটে এই ট্রেন চলাচল করবে। ট্রেনটিতে স্বয়ংক্রিয় দরজা, সিসিটিভি ক্যামেরা এবং জিপিএস-এর মতো আধুনিক সুবিধা রয়েছে। ভাড়াও তুলনামূলকভাবে কম রাখা হয়েছে, যা যাত্রীদের জন্য একটি ভাল বিকল্প হবে। এসি লোকাল ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে চলাচল শুরু করবে এবং এটি শিয়ালদহ-রানাঘাট রুটে চলবে। এই ট্রেনে স্বয়ংক্রিয় দরজা, সিসিটিভি ক্যামেরা, জিপিএস-এর মতো আধুনিক সব সুবিধা রয়েছে। ভাড়াও বেশ সাশ্রয়ী, যা ১০ কিলোমিটার পর্যন্ত ২৯ টাকা থেকে শুরু এবং ১১-১৫ কিলোমিটারের জন্য ৩৭ টাকা। মাসিক পাসের ব্যবস্থাও রয়েছে, যার খরচ পড়বে ৫৯০ টাকা থেকে ৭৮০ টাকা পর্যন্ত। নন এসি লোকালের ন্যূনতম ভাড়া ৫ টাকা। সেখানে এসি লোকালের ভাড়া সাত গুণ, ফলে তা জনপ্রিয় হবে কী?
advertisement
ডিভিশনের কর্তাদের কথায়, সড়ক পথের সঙ্গে তুলনা করলে এই ভাড়া একেবারেই কম। ট্যাক্সির চেয়ে অনেক ভাড়া কম, স্বাচ্ছন্দ্য যাত্রা হবে। সাধারণ লোকালের টিকিট কেটে এসিতে যাত্রা করা যাবে না। এজন্য বিশেষ চেকিং ব্যবস্থাও থাকবে। এ ধরনের যাত্রীদের ধরা হলে জরিমানা হবে এসির সর্বোচ্চ ভাড়ার সঙ্গে যোগ হবে আড়াইশো টাকা। মুম্বইয়ের এসি লোকাল বেশ জনপ্রিয়। শিয়ালদহেও সেই পথে চলবে যাত্রীরা বলে জানিয়েছে শিয়ালদহ ডিভিশন।
advertisement
advertisement
গরমে এই ট্রেনের চাহিদা যে ভালরকম হবে তা মনে করছেন রেলের কর্তারা। তাঁদের কথায়, ১২ কোচের এই ট্রেনে এগারোশোর বেশি সিট থাকবে। দাঁড়িয়ে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। শিয়ালদহ-রানাঘাটের মধ্যে প্রথম এসি লোকালটি সব স্টেশন দাঁড়াবে না বলে জানা গিয়েছে। সেটি কোথায়-কোথায় থামবে তা এখনও ঠিক হয়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 31, 2025 9:01 AM IST