Sealdah Sector 5 Metro: তৃতীয় দিনেই সামান্য 'নিম্নগামী', তবু শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো নিয়ে চিন্তিত নয় রেল

Last Updated:

Sealdah Sector 5 Metro: প্রথম দু'দিনের তুলনায় শনিবার একটু কমল যাত্রী৷ চিন্তিত নয় মেট্রো। 

শিয়ালদহ মেট্রো নিয়ে চিন্তিত নয় রেল
শিয়ালদহ মেট্রো নিয়ে চিন্তিত নয় রেল
#কলকাতা: শনিবার রাজ্যের তথ্য প্রযুক্তি তালুকের অর্ধেকের বেশি অফিস বন্ধ৷ একাধিক বেসরকারি অফিসও বন্ধ৷ তাই যাত্রা শুরুর প্রথম দু'দিনে যাত্রী সংখ্যা ইস্ট-ওয়েস্ট মেট্রোতে ত্রিশ হাজারের গন্ডি পেরোলেও, শনিবার তা নেমে এল ত্রিশ হাজারের নীচে। শিয়ালদহ মেট্রো স্টেশন চালু হয়ে যাওয়ার পরে এখন প্রতিদিনের হিসেব তৈরি করছে মেট্রো রেল৷ আগামী দিনে পরিষেবায় কিছু বদল আনা প্রয়োজন কিনা৷ ট্রিপ আরও বাড়ানো হবে কিনা? রবিবার এই পথে এখনই মেট্রো চলবে কিনা? এর যাবতীয় সমীক্ষা যাত্রী সংখ্যা পিছু তৈরি রাখছে মেট্রো রেল। শনিবার যে যাত্রী সংখ্যার রিপোর্ট এসেছে, সেখানে দেখা যাচ্ছে, গ্রীন লাইন অর্থাৎ ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী হয়েছে ২৯ হাজার ১৮২ জন৷ শিয়ালদহ থেকে যাত্রী হয়েছে ১১ হাজার ৭৬৭ জন।
২০২০ সালের ফ্রেব্রুয়ারি মাসে চালু হওয়া সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম। ওই একই বছরে ফুলবাগান অবধি চালু হওয়া মেট্রো যা করে দেখাতে পারেনি, তাই গত দু'দিনে করে দেখাল শিয়ালদহ মেট্রো স্টেশন। বুধবার অবধি ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে যাত্রী হত গড়ে তিন হাজার করে। যা কোনও ভাবেই এই আধুনিক মানের বা পরিকাঠামোর সাথে যুতসই ছিল না। বরঞ্চ সপ্তাহে সোম থেকে শনি এই মেট্রো পথে ট্রেন চালিয়ে আর্থিক ক্ষতির বহর ক্রমশ বাড়ছিল। অবশেষে শিয়ালদহ সেই খরা কাটাল। বৃহস্পতিবার যাত্রী নিয়ে যাত্রা শুরুর প্রথম দিনে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে মোট যাত্রী হয়েছিল ৩১ হাজার ৩৭ জন৷ আর শিয়ালদহ স্টেশন থেকে যাত্রী হয়েছিল ১২৬৮১ জন। শুক্রবার সেই অবস্থার আরও কিছুটা উন্নতি হয়েছে৷ শুক্রবার ইস্ট ওয়েস্ট মেট্রো পথে যাত্রী হয়েছে ৩১৮৮৩ জন৷ আর শিয়ালদহ স্টেশন থেকে যাত্রী হয়েছে ১২ হাজার ৮১৮ জন।
advertisement
advertisement
যা প্রথম দিনের তুলনায় দু'দিক থেকেই বেশি৷ আর এতেই মুখের হাসি চওড়া হচ্ছে মেট্রো আধিকারিকদের।এই মুহূর্তে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের যা অবস্থা তাতে ১ টাকা আয় করতে গিয়ে খরচ হয়ে যাচ্ছে ৬ টাকা। অপারেটিং রেশিও'র এই বিস্তর ফারাক বেশ চিন্তায় রেখেছে মেট্রো রেলের আধিকারিকদের৷ তাই যাত্রী না হলে যে সমস্যা মিটবে না তা ভালোই বুঝেছেন আধিকারিকরা৷ তাই যাত্রা শুরুর প্রথম দু'দিনেই হাসি ফুটেছে তাদের। এক আধিকারিকের কথায়, রোগীকে আই সি সি ইউ থেকে বার করে জেনারেল বেডে দেওয়া হয়েছে। যে পরিমাণ যাত্রী হচ্ছে তাতে এক ধাক্কায় অপারেটিং রেশিও ৬ থেকে কমে যাবে না। তবে ৩ বা ৪ নেমে আসতে পারে। পুরো পথে মেট্রো চালু হলে নিয়ন্ত্রণ হবে অর্থনৈতিক গতিবিধি।  মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, “প্রায় ১০ গুণ যাত্রী বেড়েছে।
advertisement
ভবিষ্যতে ৫০ হাজার হবে বলে আশা। সপ্তাহের কাজের দিনেই ত্রিশ হাজারের বেশি যাত্রী হচ্ছে। এটাই ভালো খবর৷ ছুটির দিনে আগে যা যাত্রী হত তার চেয়ে অনেক বেশি যাত্রী শনিবার হয়েছে। ফলে চিন্তার কোনও কারণ নেই।" ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রে খবর, বর্তমানে ১ টাকা রোজগার করতে ৬ টাকা খরচ করতে হয়। শিয়ালদা মেট্রো চালুর পরই যে লাভের মুখে দেখা যাবে, এমনটা নয়। তবে ক্ষতির বোঝা কমবে। পুরো রুটে মেট্রো চালু হয়ে গেলে এই ছবিটা আরও আশাব্যঞ্জক হবে বলে মনে করছেন মেট্রো কর্তারা। সেক্টর ফাইভ থেকে শিয়ালদা মেট্রো চালু হওয়ায় যখন আশার আলো দেখছেন মেট্রো কর্তারা তখন, যাত্রী সংখ্যা নিয়ে হতাশ অটোচালকরা।  রবিবার বাদে প্রতিদিন শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চলবে ১০০টি ট্রেন। মেট্রো কর্তৃপক্ষের আশা, আগামী বছর ইস্ট-ওয়েস্ট মেট্রোর মানচিত্রে জুড়ে যাবে হাওড়াও।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah Sector 5 Metro: তৃতীয় দিনেই সামান্য 'নিম্নগামী', তবু শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো নিয়ে চিন্তিত নয় রেল
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement