Sealdah Rajdhani Express: রাজধানীর জন্মদিন পালন হল শিয়ালদহ স্টেশনে, যাত্রীদের দেওয়া হল বিশেষ মেমেন্টো
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Sealdah Rajdhani Express Birthday Celebration: ২০০০ সালের ১ জুলাই এই ট্রেনের প্রথম যাত্রা শুরু হয়েছিল ৷ যা হাওড়ার পর কলকাতা থেকে আরও একটি রাজধানী এক্সপ্রেস হিসেবে দিল্লির সঙ্গে সংযুক্ত হয়েছিল ।
আবীর ঘোষাল, কলকাতা: শিয়ালদহ-নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেসের ২৫ বছর পূর্তি উদযাপন ঘিরে খুশির পরিবেশ ছিল শিয়ালদহ স্টেশনে। রাজধানী এক্সপ্রেসের জন্মদিন উপলক্ষ্যে খুশি ছিলেন রেল কর্মীরা। বিশেষ করে যারা প্রতিদিন রেল কোচ রক্ষণাবেক্ষণ করেন ও যারা অন বোর্ড হাউজ কিপিংয়ের কাজ করেন। রাজধানীর জন্মদিন পালন নিয়ে উৎসাহী ছিল রেলওয়ে ফ্যান ক্লাবের সদস্যরা। তাঁদের উদ্যোগেই সাজানো হয় ট্রেন এবং ইঞ্জিন। শিয়ালদহ-নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস (ট্রেন নং ১২৩১৩/১২৩১৪) একটি গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করেছে, শিয়ালদহ স্টেশনে মহাসমারোহে এবং উৎসাহের সঙ্গে এর ২৫তম বার্ষিকী উদযাপন করা হয়েছে। ২০০০ সালের ১ জুলাই এই ট্রেনের প্রথম যাত্রা শুরু হয়েছিল, যা হাওড়ার পর কলকাতা থেকে আরও একটি রাজধানী এক্সপ্রেস হিসেবে দিল্লির সঙ্গে সংযুক্ত হয়েছিল ।
এই রজত জয়ন্তী স্মরণে, শিয়ালদহের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (DRM) রাজীব সাক্সেনা বিশেষভাবে সজ্জিত ট্রেনটিকে পতাকা নেড়ে যাত্রা শুরু করান। ইঞ্জিন এবং কোচগুলি আনন্দময় উপলক্ষকে প্রতিফলিত করে বিস্তারিতভাবে সজ্জিত করা হয়েছিল, যা যাত্রী এবং দর্শকদের মনোযোগ আকর্ষণ করে।
advertisement
advertisement
জন্মদিনের যাত্রায় যাত্রীদের একটি সত্যিই বিশেষ অভিজ্ঞতা দেওয়া হয়েছে। একটি অনন্য বৈশিষ্ট্য হিসাবে, রাতের খাবারের মেনুতে ঐতিহ্যবাহী জিআই-ট্যাগপ্রাপ্ত কলকাতার রসগোল্লা অন্তর্ভুক্ত ছিল, যা উদযাপনে একটি মিষ্টি এবং খাঁটি ছোঁয়া যোগ করে। উপরন্তু, সমস্ত যাত্রীদের গোলাপ ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ৷
advertisement
এই ট্রেনের ১ এসি কোচ H1 ব্রিটিশ শাসন এবং কলকাতা ও দিল্লির উন্নয়নের ইতিহাসকে সুন্দর স্কেচ এবং এর সাথে জড়িত ইতিহাস দিয়ে চিত্রিত করা হয়েছে। শিয়ালদহের DRM রাজীব সাক্সেনা বলেছেন যে শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস নিয়মিতভাবে ভ্রমণকারীদের জন্য একটি পছন্দের পছন্দ, যা এর সময়ানুবর্তিতা, আরাম এবং ব্যতিক্রমী পরিষেবার জন্য পরিচিত। এই ২৫তম বার্ষিকী উদযাপন শুধুমাত্র এক শতাব্দীর এক চতুর্থাংশ নিবেদিত সেবাকে চিহ্নিত করেনি বরং বিশ্বমানের ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের জন্য শিয়ালদহ বিভাগের প্রতিশ্রুতিরও পুনরাবৃত্তি করেছে। রেলওয়ে ফ্যান ক্লাবের অন্যতম সদস্য ভাস্কর পাইন জানিয়েছেন, ‘‘রাজধানী এক্সপ্রেস একটা আবেগ সকল রেল যাত্রীদের কাছে। তাই এই বিশেষ দিনটাকে স্মরণীয় করে তুলতে আমরা সাহায্য করেছি। যাত্রীরা স্বভাবতই এই সারপ্রাইজ পেয়ে খুশি। আমরা চাই এভাবেই গুরুত্বপূর্ণ ট্রেনের জন্মদিন পালন করা হোক সবসময়।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2025 9:52 AM IST