Sealdah Metro Station: শিয়ালদহে মেট্রো স্টেশনের উদ্বোধন কবে? কে করবেন উদ্বোধন?

Last Updated:

Sealdah Metro Station: ফের কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে আবেদন জানানো হতে পারে। উদ্বোধন নিয়ে রেল বোর্ডের দিকে তাকিয়ে মেট্রো রেল ।

উদ্বোধন নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই
উদ্বোধন নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই
কলকাতা : শিয়ালদহ স্টেশন চালু করতে চেয়ে ফের কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমতি আবেদন করতে পারে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ । আগামী ২৩ জুন শেষ হচ্ছে কমিশনার অফ রেলওয়ে সেফটির সময়সীমা। ২৩ মার্চ যাত্রী পরিষেবা চালু করার অনুমোদন মিলেছিল । ৩ মাসের মধ্যে চালু করতে হয় পরিষেবা। তিন মাস শেষ হতে বাকি আর  ৩ দিন । কিন্তু উদ্বোধন নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই । ফলে ফের কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে আবেদন জানানো হতে পারে। উদ্বোধন নিয়ে রেল বোর্ডের দিকে তাকিয়ে মেট্রো রেল ।
মার্চ মাসের মাঝামাঝিতে কমিশনার অফ রেলওয়ে সেফটি এসে পরিদর্শন করে গিয়েছিলেন স্টেশন । বেশ কয়েকটি বিষয়ের বদলের কথাও তিনি তাঁর রিপোর্টে উল্লেখ করেছিলেন । সেই অনুযায়ী তা বদল করা হয় । অবশেষে যাত্রী পরিবহণের জন্য শিয়ালদহ মেট্রো স্টেশন চালুর অনুমতি দেয় কমিশনার অফ রেলওয়ে সেফটি । যদিও তিন মাস পেরিয়ে যেতে চললেও  উদ্বোধন হয়নি । প্রথমে ঠিক হয়েছিল ১১ এপ্রিল উদ্বোধন হবে, কিন্তু তা হয়নি । পরে একের পর এক দিন পিছোতে থাকে। ফলে কবে উদ্বোধন হবে, তা নিয়ে তৈরি হয় জটিলতা । তবে শেষ পাওয়া খবর অনুযায়ী শীঘ্রই উদ্বোধন হতে পারে শিয়ালদহ মেট্রো স্টেশন।
advertisement
আরও পড়ুন :  কলকাতার ক্লাবগুলিতে রোয়িংকে নিরাপদ করতে বিশেষ দাবি ও প্রস্তাব পরিবেশবিদদের
কে করবেন উদ্বোধন শিয়ালদহ মেট্রো স্টেশন? রেল সূত্রে খবর ছিল, শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ এই মেট্রো স্টেশন উদ্বোধন করুন প্রধানমন্ত্রী--এই আবেদন রাখা হয়েছিল । প্রধানমন্ত্রীর দফতর থেকে এই বিষয়ে রেল মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিল ৷ তবে তার পরের পদক্ষেপ এখনও অজানা । অপর একটি সূত্রের খবর, শিয়ালদহ মেট্রো স্টেশন উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । ফলে রেল বোর্ড ও মন্ত্রক একসঙ্গে যোগাযোগ রাখছিল ।
advertisement
advertisement
আরও পড়ুন :  ধূপগুড়িতে ‘গণধর্ষিতা’ নাবালিকা, মূল অভিযুক্তর অডিও টেপ ভাইরাল
মেট্রোর জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানিয়েছেন, ‘‘ আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি রেলবোর্ডের সঙ্গে । তারা অনুমতি দিলেই শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবা।’’ এর মধ্যেই সময়সীমা শেষ হয়ে যাবে আগামী পরশু । ফলে ফের তাকিয়ে থাকতে হবে কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদনের অপেক্ষাতেই ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah Metro Station: শিয়ালদহে মেট্রো স্টেশনের উদ্বোধন কবে? কে করবেন উদ্বোধন?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement