টানা ৪ দিন বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল, ব্যাপক যানজটের আশঙ্কা

Last Updated:

অগাস্ট মাসে টানা চারদিন বন্ধ থাকতে চলেছে শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ ফ্লাইওভার ৷

#কলকাতা: অগাস্ট মাসে টানা চারদিন বন্ধ থাকতে চলেছে শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ ফ্লাইওভার ৷ স্বাস্থ্য পরীক্ষার জন্য পরপর চারদিন বন্ধ রাখা হচ্ছে শিয়ালদহ উড়ালপুল ৷ কেএমডিএ সূত্রে খবর, প্রয়োজনীয় কিছু মেরামতির কাজের জন্য ১৫ থেকে ১৮ অগাস্ট বন্ধ থাকবে শিয়ালদহ ফ্লাইওভার ৷
শহরের এমন একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তা বন্ধ রাখলে দুর্ভোগে পড়তে পারেন সাধারণ মানুষ ৷ সেই বিষয়ে ভাবনা চিন্তা করেই কেএমডিএ-র সঙ্গে বৈঠক কলকাতা পুলিশের ৷ বিকল্প রুট নিয়ে সিদ্ধান্তের পরই বন্ধ করে শিয়ালদহ উড়ালপুলে মেরামতির কাজ চালানো হবে ৷ তবে ১৫ অগাস্ট ছুটির দিন হওয়ায় সেদিন শহরের রাস্তায় চাপ কম থাকবে বলে মত ৷ শিয়ালদহ উড়ালপুল বন্ধ থাকলে চাপ পড়বে সূর্য সেন স্ট্রিট, ক্রিক রো, ইএম বাইপাস, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো রাস্তায় ৷ বিকল্প রাস্তা হতে পারে আমহার্স্ট স্ট্রিট, এমজি রোড ৷ বেলেঘাটা মেন রোডকেও বিকল্প হিসেবে ভাবনা ৷ কয়েকটি রাস্তায় পার্কিং জোন থাকবে না ৷ সল্টলেক থেকে মৌলালি রাস্তা খোলা হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
টানা ৪ দিন বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল, ব্যাপক যানজটের আশঙ্কা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement