School: পড়ুয়াদের জন্য বড় খবর...! তৈরি হচ্ছে 'হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট', কী এই 'রিপোর্ট'? অনলাইনে কোথায় জানা যাবে? বিজ্ঞপ্তি দিল রাজ্য
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
School: পড়ুয়াদের সার্বিক বিকাশে তৈরি হলিস্টিক রিপোর্ট কার্ড। বিজ্ঞপ্তি জারি করে জানাল রাজ্য। এই নিয়ে পড়ুয়া ও অভিভাবকদের বিস্তারিত জানাতে বাংলা শিক্ষা পোর্টালে খোলা হল আলাদা করে উইন্ডো।
কলকাতা: পড়ুয়াদের সার্বিক বিকাশে তৈরি হলিস্টিক রিপোর্ট কার্ড। বিজ্ঞপ্তি জারি করে জানাল রাজ্য। এই নিয়ে পড়ুয়া ও অভিভাবকদের বিস্তারিত জানাতে বাংলা শিক্ষা পোর্টালে খোলা হল আলাদা করে উইন্ডো।
২০২৫ শিক্ষাবর্ষে বাংলার শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম (এসএমএস) পোর্টালের অধীনে হোলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ডের ইমপ্লিমেন্টেশন সংক্রান্ত স্কুল শিক্ষা দফতরের নোটিফিকেশন
চলতি মাস থেকেই অনলাইনে পড়ুয়াদের তথ্য জমা দিতে হবে স্কুলগুলিকে।
advertisement
প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এক কোটি ৩০ লক্ষের বেশি পড়ুয়া মূল্যায়ন হবে বছরভর।
advertisement
স্কুলের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে নম্বর দেওয়ার পাশাপাশি এক জন পড়ুয়ার বৌদ্ধিক বিকাশ কতটা হচ্ছে, সেটাও যাচাই করতে হবে শিক্ষকদের। সেই মতামত তাঁদের লিখতে হবে হলিস্টিক রিপোর্ট কার্ডে।
advertisement
কতটা মানসিক চাপ নিতে পারে, তার সাংগঠনিক, মত প্রকাশ এবং কথোপকথনের দক্ষতা— সবই জানা যাবে হলিস্টিক রিপোর্ট কার্ড থেকে। সেই সঙ্গে এক জন পড়ুয়ার পছন্দের বিষয় থেকে শুরু করে সে কী নিয়ে উদ্বিগ্ন হয় বেশি, তার সৃজনশীল দক্ষতাই বা কতটা, সেই মূল্যায়নও শিক্ষকদের করতে হবে। প্রধান শিক্ষকদের এই বিষয়ে কর্মশালা হলেও স্কুল শিক্ষক এবং কর্মীদের যথাযথ ভাবে ট্রেনিং হয়নি বলে দাবি শিক্ষক সংগঠনগুলির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 10, 2025 11:47 AM IST










