#কলকাতা: স্কুল বাসে ভয়াবহ আগুন ৷ মঙ্গলবার বেহালার বেসরকারি স্কুলের বাসে আগুন লেগে যায় ৷ অক্সফোর্ড মিশন মাঠের কাছে ঘটনাটি ঘটেছে ৷ ঘটনার সময় বাসে পড়ুয়ারা ছিল ৷ আগুন লাগতেই দ্রুত তা ছড়িয়ে পড়ে ৷ তবে তড়িঘড়ি পড়ুয়াদের বাস থেকে নামান হয় ৷
ঘটনায় কোনও ছাত্র-ছাত্রী আহত হয়নি বলেই জানা গিয়েছে ৷ ঘটনার পর থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ৷ ঘটনার জেরে আতঙ্কিত পড়ুয়ারা ৷ জানা গিয়েছে, পাশের বস্তিতে প্রথমে আগুন লাগে ৷ এরপর আগুনের ফুলকি এসে বাসে আগুন লেগে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দামকল বাহিনী ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Behala, Fire, Fire In School Bus, School bus