রাস্তার ধারে দাউ দাউ করে জ্বলছে স্কুল বাস, আতঙ্কে পড়ুয়ারা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
অক্সফোর্ড মিশন মাঠের কাছে ঘটনাটি ঘটেছে ৷ ঘটনার সময় বাসে পড়ুয়ারা ছিল ৷
#কলকাতা: স্কুল বাসে ভয়াবহ আগুন ৷ মঙ্গলবার বেহালার বেসরকারি স্কুলের বাসে আগুন লেগে যায় ৷ অক্সফোর্ড মিশন মাঠের কাছে ঘটনাটি ঘটেছে ৷ ঘটনার সময় বাসে পড়ুয়ারা ছিল ৷ আগুন লাগতেই দ্রুত তা ছড়িয়ে পড়ে ৷ তবে তড়িঘড়ি পড়ুয়াদের বাস থেকে নামান হয় ৷
ঘটনায় কোনও ছাত্র-ছাত্রী আহত হয়নি বলেই জানা গিয়েছে ৷ ঘটনার পর থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ৷ ঘটনার জেরে আতঙ্কিত পড়ুয়ারা ৷ জানা গিয়েছে, পাশের বস্তিতে প্রথমে আগুন লাগে ৷ এরপর আগুনের ফুলকি এসে বাসে আগুন লেগে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দামকল বাহিনী ৷
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 21, 2020 3:10 PM IST