৫ জুলাই ফের তলব সায়নীকে, এগারো ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরই জানিয়ে দিল ইডি

Last Updated:

ইডি সূত্রে খবর, শুক্রবার সায়নীকে তাঁর বিভিন্ন সম্পত্তি এবং আয়ের উৎস নিয়ে প্রশ্ন করেছেন ইডি কর্তারা৷

সায়নী ঘোষকে ফের তলব ইডি-র৷
সায়নী ঘোষকে ফের তলব ইডি-র৷
: আগামী ৫ জুলাই ফের সায়নী ঘোষকে তলব করল ইডি। শুক্রবারই টানা প্রায় এগারো ঘণ্টা সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদ শেষেই ফের আগামী সপ্তাহে হাজিরা দেওয়ার জন্য সায়নী ঘোষকে জানিয়ে দিয়েছেন ইডি কর্তারা৷
নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে গ্রেফতারের পরই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের নাম উঠে আসে৷ কুন্তলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে বলেই ইডি সূত্রে খবর৷
:
advertisement
শুক্রবার সকাল এগারোটার কিছু পরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে পৌঁছন সায়নী ঘোষ৷ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাত এগারোটার কিছু আগে ইডি দফতর থেকে বেরোন তিনি৷ জিজ্ঞাসাবাদ শেষে সায়নী অবশ্য জানিয়েছেন, তদন্তে সহযোগিতা করতে তিনি তৈরি৷ রাতে গল্ফগ্রিনে নিজের আবাসনে ঢোকার আগেও সায়নী বলেন, ইডি একশো বার ডাকলে আমি একশো বার যাবো৷ আমি সব ধরনের সহযোগিতা করতে তৈরি৷ তদন্তকারী অফিসাররা যা জানতে চেয়েছেন বলেছি, ভবিষ্যতেও বলব৷
advertisement
ইডি সূত্রে খবর, শুক্রবার সায়নীকে তাঁর বিভিন্ন সম্পত্তি এবং আয়ের উৎস নিয়ে প্রশ্ন করেছেন ইডি কর্তারা৷ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের সঙ্গে তাঁর কতটা ঘনিষ্ঠতা ছিল, কুন্তলের থেকে তিনি কোনওরকমের আর্থিক সুবিধা পেয়েছেন কি না, সায়নীকে সেই প্রশ্নেরও মুখোমুখি হতে হয়েছে বলে সূত্রের খবর৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
৫ জুলাই ফের তলব সায়নীকে, এগারো ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরই জানিয়ে দিল ইডি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement