দোকান বন্ধ তো কী? সিরাজের জিভে জল আনা হালিম এবার এক ফোনেই আপনার ঘরে

Last Updated:
#কলকাতা: রমজান মাস শুরু হয়ে গিয়েছে । অন্যান্যবার এই সময় এই তিলত্তমার রূপটাই থাকে একেবারে আলাদা । বিকেল হতেই খাবার গলিতে মনমাতানো এক গন্ধ মন উতলা করে তোলে খাদ্যরসিক বাঙালির । ধর্ম যাঁর যাঁর, উ‍ৎসব সব্বার । এ কথাটা মনেপ্রাণে বিশ্বাস করে এই মহানগর । তাই রমজান মাসে তিল ধারণের জায়গা থাকে না জাকারিয়া স্ট্রিট, বেটিঙ্ক স্ট্রিট বা টিপু সুলতান মসজিদের পাশের গলিতে ।
সারাদিন পর রোজা শেষে খেতে হয় পুষ্টিকর খাবার । আর তাই হালিম দিয়েই পেটপুজো সারেন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা । তবে শুধু বিশেষ ধর্মের খাবার নয়, আট থেকে আশি সব ধর্মের মানুষের কাছেই হামিল বড় প্রিয় খাদ্য । আর এই এক মাসই হল হালিমের আসল সিজন ।
তবে এ বছরের চিত্রটা একেবারে ভিন্ন । লকডাউনে বন্ধ সমস্ত দোকান । জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনও দোকান খোলার নির্দেশও নেই । তাই মন ভাল নেই শহরের । সেই মন খারাপের মধ্যেই একটু উষ্ণতার ছোঁয়া দিতে হালিমের অনলাইন ডেলিভারি নিয়ে হাজির সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট । সুইগি, জোম্যাটোর মাধ্যমে অর্ডার করতে পারেন আপনিও । চিকেন আর মাটন হালিম একটা ফোনেই পৌঁছে যাবে আপনার ঘরে । ২৫ এপ্রিল থেকে হালিম তৈরি শুরু করেছে শহরের নামজাদা এই মোগলাই খানার রেস্তোরাঁ । দামও একেবারে সাধ্যের মধ্যেই । মাত্র ২২৫ টাকা । আর অর্ডার করার সময় দুপুর ১টা থেকে সন্ধে ৬টা ।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
দোকান বন্ধ তো কী? সিরাজের জিভে জল আনা হালিম এবার এক ফোনেই আপনার ঘরে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement