Saumitra Khan: জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা, সৌমিত্র খাঁ-কে নিয়ে এবার বিরাট নির্দেশ হাইকোর্টের!

Last Updated:

Saumitra Khan: সৌমিত্রের বিরুদ্ধে হিংসা ছড়ানো, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগও ওঠে।

সৌমিত্রর স্বস্তি!
সৌমিত্রর স্বস্তি!
কলকাতা: বিষ্ণুপুরের বিজেপি সাংসদের স্বস্তি। সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে FIR খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষ খারিজ করলেন এফআইআর। ২০২৩ সালে বাঁকুড়ার সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় মামলা দায়ের হয় বিষ্ণুপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে।
সৌমিত্রের বিরুদ্ধে হিংসা ছড়ানো, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগও ওঠে। সেই মামলাতেই তদন্ত করে এমপি, এমএলএ বিশেষ আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। এর পরেই সৌমিত্রকে তলব করেছিল নিম্ন আদালত। অভিযোগ, একাধিক বার তলব করা হলেও হাজিরা দেননি তিনি। বার বার হাজিরা এড়িয়েছেন। আর তা নিয়েই বিজেপি সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নিম্ন আদালত।
advertisement
advertisement
৯ জুলাই এ বিষয়ে সৌমিত্রকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। হাজিরা এড়ালে তাঁকে গ্রেফতারের নির্দেশও দেয় এমপি-এমএলএ আদালত। এরপর সৌমিত্র সেই FIR খারিজের আবেদন জানান হাইকোর্টে। সেই আবেদনের প্রেক্ষিতেই আজ সাংসদের বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিল হাইকোর্ট।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Saumitra Khan: জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা, সৌমিত্র খাঁ-কে নিয়ে এবার বিরাট নির্দেশ হাইকোর্টের!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement