Saumitra Khan: বিজেপিতে ইতি, এবার তৃণমূলেই যাচ্ছেন সৌমিত্র খাঁ? ২১ জুলাইয়ের আগেই স্পষ্ট করে দিলেন সব
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Saumitra Khan: ২১ জুলাইয়ের আগের রাতেই সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য জানিয়ে দিলেন সৌমিত্র খাঁ।
কলকাতা: সদ্য মিটেছে লোকসভা ভোট। তারপর থেকেই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে, বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কি এবার ঘাসফুলে ভিড়ে যাবেন? এ নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। তবে তার পেছনে কারণও রয়েছে একাধিক। প্রথমত ভোটে বিজেপির টিকিটে জিতলেও তিনি প্রথম থেকে এমন কিছু কথা বলছেন, যা দলের অস্বস্তি বৃদ্ধির পক্ষে যথেষ্ট। এমনকী বঙ্গবিজেপির নেতৃত্ব সম্পর্কেও তিনি নানা কথা বলছেন। সেই সঙ্গেই তিনি মন্ত্রিত্ব দাবি করেছিলেন। সেই দাবি পূরণ হয়নি। সেক্ষেত্রে তার পর থেকেই তিনি কিছুটা হলেও অভিমানী। আর এই পরিস্থিতিতে জল্পনা ছড়িয়েছিল তাঁকে ঘিরে। এমনও দাবি করা হচ্ছিল, ২১ জুলাইয়ের মঞ্চেই তৃণমূলে যোগ দেবেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।
কিন্তু ২১ জুলাইয়ের আগের রাতেই সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য জানিয়ে দিলেন সৌমিত্র। বিষ্ণুপুরের সাংসদ ফেসবুকে ভিডিয়ো বার্তায় বলেন, ‘সৌমিত্র খাঁ যেখানে আছে, সেখানেই থাকবে। যাঁরা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, তাঁদের উদ্দেশে বলতে চাই… সত্য খবর পরিবেশন করুন। এটা শুনতে লজ্জা লাগে যে মিডিয়ার কিছু কিছু চ্যানেল, যাঁরা নিজেদের টিআরপি বাড়ানোর জন্যে সৌমিত্র খাঁকে নিয়ে খবর করছেন, এটা খুব খারাপ।”
advertisement
advertisement
সৌমিত্রের সংযোজন, ”আমি ভীষণ ভাবে মিডিয়ার বন্ধুদের সম্মান করি। যাঁদের কথায় এই খবর করা হচ্ছে, বা যাঁরা বলছেন যে সৌমিত্র খাঁ তৃণমূল কংগ্রেসে চলে যাবে, তাঁদের বলি – সৌমিত্র খাঁ লড়তে জানে। নরেন্দ্র মোদির প্রতি বিশ্বাস আমার রয়েছে। অমিত শাহজির পারদর্শিতা, হিমন্ত বিশ্ব শর্মার মতো বড় ভাই, সুনীল বনসলের মতো মানুষকে এখানে পেয়েছি। সেখানে দল ছাড়ার কোনও প্রশ্নই নেই। আমার রাজ্যের সমস্ত নেতৃত্বরা একসঙ্গে আছে। আমার সমস্ত সাংবাদিক বন্ধুদের প্রতি তাই অনুরোধ, প্রোপাগান্ডা ছড়াবেন না। আপনারা আমার সঙ্গে দেখা না করে কথা না বলে এই সব খবর ছড়াবেন না।’
advertisement
তবে, হঠাৎ কেন ফেসবুক লাইভে এসে এমন কথা বলতে হল সৌমিত্রকে? এই পরিস্থিতির জন্য সৌমিত্রর সাম্প্রতিক একাধিক মন্তব্যকেই দায়ী করছেন পর্যবেক্ষকদের অনেকে। ওই মহলের মতে, নির্বাচনে জয়লাভ করার পরেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গালভরা প্রশংসা শোনা গিয়েছিল সৌমিত্র খাঁর গলায়। একইসঙ্গে নিজের দলের নেতৃত্বের বিরুদ্ধেও মুখ খুলতে দেখা গিয়েছিল তাঁকে। সেখান থেকে যাবতীয় জল্পনা। তবে, তিনি যে তৃণমূলে যাচ্ছেন না, তা এবার স্পষ্ট করে দিলেন বিষ্ণুপুরের সাংসদ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 21, 2024 10:58 AM IST