কেমন আছেন সৌগত রায়? হাসপাতালের 'মেডিক্যাল বোর্ড' দিয়ে দিল বড় আপডেট
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Saugata Roy Health Update: গত ২২ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়। মাঝে সৌগত রায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও এখন অনেকটাই সুস্থতার দিকে এগোচ্ছেন তিনি। স্নায়ুর রোগ ও অনিদ্রার সমস্যায় ভুগতে থাকা বর্ষীয়ান তৃণমূল সাংসদ চিকিৎসকদের চিন্তা বাড়িয়েছিলেন মঙ্গলবার রাত থেকে।
কলকাতা: গত ২২ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়। মাঝে সৌগত রায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও এখন অনেকটাই সুস্থতার দিকে এগোচ্ছেন তিনি। স্নায়ুর রোগ ও অনিদ্রার সমস্যায় ভুগতে থাকা বর্ষীয়ান তৃণমূল সাংসদ চিকিৎসকদের চিন্তা বাড়িয়েছিলেন মঙ্গলবার রাত থেকে। তবে শেষ পাওয়া তথ্য অনুযায়ী, তিনি আপাতত স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সৌগত রায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বেশ খানিকটা।
শরীরের বিভিন্ন প্যারামিটার উন্নতি হয়েছে। চিকিৎসকরাও আশাবাদী তাঁর শারীরিক অবস্থার যেরকম উন্নতি হচ্ছে তাতে খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বর্ষীয়ান রাজনীতিবিদ।
advertisement
advertisement
হাসপাতাল সূত্রে খবর, সৌগত রায়ের জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাঁরাই আপডেট দিয়েছে যে, তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ খানিকটা উন্নত হয়েছে তাঁর। আগে কথা জড়িয়ে যাচ্ছিল। কিন্তু আপাতত তা কিছুটা স্বাভাবিক হয়েছে। পাশাপাশি আগের মতো তন্দ্রাচ্ছন্ন ভাব থাকলে তা আগের মতো প্রবল নয়। মনে করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে আরও সুস্থ হয়ে উঠবেন তৃণমূল সাংসদ। তবে কোনও ঝুঁকি নিতে রাজি নন চিকিৎসকরা। সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হচ্ছে তাঁকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 04, 2025 8:29 AM IST










