কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন

Last Updated:

এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ শনিবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-

প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ শনিবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
anandabazar11
‘ব্লাড দিচ্ছি, বেচুন! মেয়েটাকে ছাড়ুন’ শুনেও মন গলেনি নার্সিংহোমের
advertisement
নার্সিংহোম থেকে মেয়ে যে শেষ পর্যন্ত বাড়ি ফিরল, তা দেখে যেতে পারলেন না বাবা। হাসপাতালের দালালচক্রের হাতে পড়ে সদ্য প্রসূতি মেয়ে চুমকিকে বর্ধমানের বাবহাটের পিজি নার্সিংহোমে ভর্তি করিয়েছিলেন ঝাড়খণ্ডের শিকারিপাড়ার মলুটি গ্রামের চাষি তপন লেট (৪৬)। বিল হয়েছিল ৪২ হাজার টাকার। জোগাড় হয়েছিল ১৩ হাজার টাকা। মেয়েকে অন্যত্র সরাতে গেলে প্রাণ সংশয় হতে পারে বলে ভয় দেখানো হয়েছিল নার্সিংহোমের তরফে। মঙ্গলবার রাতে গ্রামের ধারের একটি গাছে গলায় দড়ি দেন তপনবাবু। তাঁর পরিবারের দাবি, মেয়েকে নিয়ে দুশ্চিন্তার জেরেই আত্মহত্যা করেছেন তিনি।
advertisement
সাত দিনে চিকিৎসার বিল ৭ লক্ষ টাকা! যুবকের মৃত্যু ঘিরে চাপে হাসপাতাল
মুখ্যমন্ত্রীর বৈঠকের পরে দু’দিনও পেরোল না। ফের শহরের একটি বেসরকারি হাসপাতালের অমানবিক মুখ দেখল কলকাতা। দুর্ঘটনায় গুরুতর আহত সঞ্জয় রায় ভর্তি ছিলেন অ্যাপোলো হাসপাতালে। এসএসকেএমে বেডের ব্যবস্থা হয়ে গিয়েছিল। কিন্তু কয়েক লক্ষ টাকার বকেয়া বিল না মেটানো পর্যন্ত অ্যাপোলো কর্তৃপক্ষ সঞ্জয়কে ছাড়তেই চাননি বলে তাঁর পরিবারের অভিযোগ। বৃহস্পতিবার সারা দিন টালবাহানার পরে রাত সাড়ে নটায় ওই যুবককে ছাড়া হয় বলে পরিজনদের দাবি। শুক্রবার ভোরে এসএসকেএমেই মারা যান সঞ্জয়।
advertisement
‘কাল থেকে হোর্ডিং বদলে কেওড়াতলা অ্যাপোলো হাসপাতাল করে দেব?’
বেসরকারি হাসপাতালগুলির অনিয়ম নিয়ে দু’দিন আগেই কার্যত গণ শুনানি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সতর্ক করেছেন হাসপাতালগুলির কর্ণধারদের। আর শুক্রবার শহরের একটি বেসরকারি হাসপাতালকে জনসমক্ষে শাসানি দিলেন শাসক দলের নেতা মদন মিত্র। হাসপাতালের মহিলা কর্ণধারকে ‘রক্তচোষা ড্রাকুলা’ বলতেও কসুর করলেন না। সংশ্লিষ্ট হাসপাতালের গাফিলতির সম্ভাবনা স্বীকার করেও রাজ্যের প্রাক্তন মন্ত্রীর এহেন ভূমিকা ঘিরে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
advertisement
মা হওয়ার পথ আটকাচ্ছে রাতের ডিউটি, দাবি মেডিক্যাল গবেষণায়
অবন্তী-সৌতিকের বিয়ে হয়েছে পাঁচ বছর। প্রথম চার বছর সন্তানের ব্যাপারে কোনও ভাবনাচিন্তা না থাকলেও গত বছর খানেক ধরে ডাক্তারের কাছে যাতায়াত করছেন এই দম্পতি। নিয়মিত নানা ওষুধপত্র  খেয়েও অন্তঃসত্ত্বা হতে পারছেন না অবন্তী। সপ্তাহে তিন দিন নাইট ডিউটি করতে হয় তাঁকে। ডাক্তার পরামর্শ দিয়েছেন, আপাতত কিছু দিন নাইট ডিউট যেন বন্ধ রাখার চেষ্টা করেন তিনি।
advertisement
bartaman_big11
ফের অমানবিক বেসরকারি হাসপাতাল
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি হাসপাতালগুলির কর্তাদের ডেকে হুঁশিয়ারি দিয়েছেন ৪৮ ঘণ্টাও পেরয়নি। বুধবার তিনি টাউন হলে পশ্চিমবঙ্গের বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলির নাম ধরে ধরে তাদের কীর্তিকলাপ ফাঁস করেছেন। রোগীদের হয়রানি চললে তার কী ফল হতে পারে, সেব্যাপারে সতর্কও করেছেন। কিন্তু মমতার হুঁশিয়ারির পরও কলকাতা তথা রাজ্যের অন্যতম বড় একটি বেসরকারি হাসপাতালের একটি ঘটনায় শুক্রবার আলোড়িত হল গোটা শহর। পুরো টাকা না মেটানোয় ওই হাসপাতালে ভরতি পথদুর্ঘটনায় গুরুতর জখম ৩০ বছরের এক যুবককে প্রায় ১২ ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠল। বাড়ির লোকজনের অভিযোগ, এই টানাপোড়নের জেরেই সঞ্জয়ের অবস্থা আরও খারাপ হয়। বৃহস্পতিবার রাতে তাঁকে পিজি হাসপাতালে ভরতি করা হয়। মাঝরাতে তিনি মারা যান। মৃতের নাম সঞ্জয় রায়। বাড়ি ডানকুনির কামারপুকুর এলাকায়। সূত্রের খবর, দুর্ঘটনার পর গত ১৬ ফেব্রুয়ারি বাইপাসের ওই বেসরকারি হাসপাতালে সঞ্জয়কে ভরতি করা হয়। বাড়ির লোকেরা জানান, বৃহস্পতিবার রাতে হাসপাতাল কর্তাদের হাতেপায়ে ধরে তাঁকে কোনওক্রমে পিজি’তে নিয়ে যাওয়ার অনুমতি মেলে। এই সাতদিনে বিল হয়েছিল ৭ লক্ষ ২৩ হাজার টাকা!
advertisement
আমেরিকা ছাড়ার হুমকি দিয়ে গুলি, খুন ভারতীয় ইঞ্জিনিয়ার
গুলি চালানোর আগে বারবার দু’টো কথা বলছিল অ্যাডাম পুরিনটন। ‘তোমরা জঙ্গি’, ‘আমাদের দেশ ছেড়ে বেরিয়ে যাও’। তারপরই এলোপাথাড়ি গুলি। কানসাস শহরের ওলাথের অস্টিনস বার অ্যান্ড গ্রিলে বসে থাকা হায়দরাবাদ এবং ওয়ারঙ্গলের দুই বাসিন্দা শ্রীনিবাস কুচিভোটলা এবং অলোক মাদাসনি কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হন। বুঝে উঠতে পারেননি সামান্য বচসার জেরে এই কাণ্ড ঘটাতে পারে ওই মার্কিন নাগরিক। পরে হাসপাতালে মারা যান কুচিভোটলা। পায়ে গুলি নিয়ে মাদাসনিকে ভরতি করা হয় হাসপাতালে। শুক্রবার বিকালে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। দু’জনেরই বয়স ৩২। মিটমাট করতে এগিয়ে আসা বছর ২৪-এর মার্কিনী ইয়ান গ্রিলটও গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন
advertisement
পাড়ার দুষ্কৃতীদের হাতে মিলল মাওবাদীদের প্রযুক্তির আইইডি, উদ্বিগ্ন সিআইডি কর্তারা
পিতলের গ্লাস দিয়ে নতুন পদ্ধতিতে তৈরি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে। কালনায় বিস্ফোরণের পর তদন্ত করতে গিয়ে নতুন পদ্ধতিতে তৈরি এই আইইডি’র সন্ধান পেয়েছেন সিআইডি’র বোমা বিশেষজ্ঞরা। এই নয়া ‘প্রেসার মেকানিজম’ স্থানীয় দুষ্কৃতীদের হাতে কী করে এল, তার সূত্র খুঁজছেন তাঁরা। এই কৌশল শেখানোর পিছনে যে বড় মাথা রয়েছে, তা আঁচ করতে পারলেও তদন্তকারীরা এখনও কাউকে চিহ্নিত করতে পারেনি। স্বভাবতই উদ্বেগ বেড়েছে তাঁদের। এর পিছনে কোনও জঙ্গি সংগঠনের সদস্যের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন সিআইডি’র বিস্ফোরক বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, কম ক্ষমতার এই বিস্ফোরককে অনায়াসেই নাশকতার কাজে ব্যবহার করা যেতে পারে।
নুষ কি আবার সেই আদিম যুগে ফিরে যাচ্ছে
একে কী বলব, ক্ষমতার দম্ভ? কেমন এই অহংকার যে মানুষের প্রতি মানুষের সম্মান আজ বিস্মৃত হতে চলেছে? কোন সাহসে একজন পঞ্চায়েত প্রধান এক অন্তঃসত্ত্বাকে লাথি মারতে পারেন? কী ছিল তাঁর অপরাধ? শুধুই তো মাইক আস্তে বাজানোর জন্য অনুরোধ করেছিলেন। তাও আবার কখন? মাধ্যমিক পরীক্ষা শুরুর মুখে। নিষেধ অমান্য করে চোঙা লাগিয়ে প্রায় গভীর রাত পর্যন্ত জোরে মাইক বাজানো হল ধুবুলিয়ায়। ওখানে সাত-আটজন মাধ্যমিক পরীক্ষার্থী আছে। ওরা ক্ষীণ প্রতিবাদ করেছিল। এগিয়ে এসেছিলেন তৃণমূলের কয়েকজনও। অনুরোধ করেছিলেন, মাইকটা একটু আস্তে বাজান। এই শুনে বিজেপি’র পঞ্চায়েত প্রধান তাঁদের উপর মারমুখি হয়ে চড়াও হন। এই দেখে এক পরীক্ষার্থীর প্রতিবেশী মহিলা বাধা দিতে আসেন। প্রতিবাদ করায় সেই মহিলার পেটে লাথি মারা হয়। এ কী!
ei samay
ভারত ১০৫ রানে গুটিয়ে গেলেও আশা জাগাচ্ছেন অশ্বিন
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ১০৫ রানে গুটিয়ে গেলেও ভারতের জয়ের আশাটা বাঁচিয়ে রাখছেন বোলাররা ৷ ১৫৫ রানের লিড নিয়ে অজিরা দ্বিতীয় ইনিংস শুরু করতে না করতেই দুই ওপেনারের উইকেট তুলে নিলেন রবিচন্দ্রণ অশ্বিন ৷
জঙ্গি মুক্ত শহরে ঘরে ফেরার দিনেই ISIS হামলা, মৃত্যু ৪১ সিরিয়াবাসীর
ISIS এর গাড়ি বোমা হামলায় প্রাণ হারালেন ৩৫জন নাগরিক৷ মৃত্যু হয়েছে ৬ সিরিয়া সরকারের বিদ্রোহীরও ৷ আজ ঘটনাটি ঘটেছে সিরিয়ার আল বাব শহরের এক নিরাপত্তা চেক পোস্টে ৷
পিজিতে রেডি বেড! বিলের জন্য ছাড়ল না অ্যাপোলো, মৃত্যু রোগীর
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও বদলাল না বেসরকারি হাসপাতালের ছবিটা ৷ বিল মেটাতে না পারায় রোগী আটকে রাখার জেরে মৃত্যু হল সঞ্জয় রায় নামে এক যুবকের ৷
কানপুরে রেল দুর্ঘটনায় পাক চক্রান্ত দেখছেন মোদী
কানপুর ট্রেন দুর্ঘটনার পেছনে রয়েছে সীমান্তপারের চক্রান্ত ৷ নেপালে বসে জঙ্গিরা এই নাশকতা চালিয়েছে বলে শুক্রবার উত্তরপ্রদেশের গোণ্ডায় নির্বাচনী জনসভায় দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement