Satellite Phone: প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ অব্যাহত রাখতে ভরসা সেই স্যাটেলাইট ফোন

Last Updated:

যোগাযোগ নিরবিচ্ছিন্ন রাখতে এবারেও টেলিকম সংস্থার প্রতিনিধিদের তৈরি রাখা হয়েছিল।

প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ অব্যাহত রাখতে ভরসা সেই স্যাটেলাইট ফোন
প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ অব্যাহত রাখতে ভরসা সেই স্যাটেলাইট ফোন
আবীর ঘোষাল, কলকাতা: ঘূর্ণিঝড় দানা-র মোকাবিলায় একাধিক ব্যবস্থা গ্রহণ করেছিল ওড়িশা এবং পশ্চিমবঙ্গ, দুই রাজ্য সরকার ৷ ঘূর্ণিঝড়ের পরে পরিস্থিতি মোকাবিলায় নিরন্তর যোগাযোগ রাখতে এবার স্যাটেলাইট ফোনের ব্যবহারে জোর দিয়েছিল বাংলা ও ওড়িশা রাজ্য সরকার ৷ যদিও দানা-র পরে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখতে এই স্যাটেলাইট ফোনগুলির ব্যবহার বেশি হত দক্ষিণ ২৪ পরগণা জেলায়।
অতীতে আমফানের পরে সুন্দরবন তথা উপকূলবর্তী এলাকায় টেলি যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। ঘূর্ণিঝড়ের পরে বিচ্ছিন্ন দ্বীপ ও প্রত্যন্ত এলাকায় কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বাড়াতে তাই হাতিয়ার স্যাটেলাইট ফোন। ঘূর্ণিঝড় সতর্কতায় আগেই রাজ্য প্রশাসনের তরফে যোগাযোগ করা হয়ে সমস্ত টেলিফোন অপারেটরদের সঙ্গে। সংশ্লিষ্ট টেলিকম সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছিলেন কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা ও হাওড়া, হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকরা। সেখানে টেলিকম সংস্থাগুলির কখন, কি প্রয়োজন তা জানাতে বলা হয়েছিল ৷
advertisement
advertisement
এ ছাড়া আগে থেকেই সরকারি ও বেসরকারি টেলিকম সংস্থাগুলি প্রয়োজনীয় সামগ্রী পৌছে দেওয়া হয়েছিল সুন্দরবন ও উপকূলীয় দ্বীপগুলিতে। যাতে তারা ক্রমাগত যোগাযোগ রাখেন ব্লক উন্নয়ন আধিকারিকদের সাথে। প্রত্যেক জায়গায় থাকবেন টেলিকম সংস্থার প্রযুক্তিবিদরা। যোগাযোগ বিচ্ছিন্ন হতে শুরু করলে তারা কাজ শুরু করে দেবেন। সূত্রের খবর সাগর দ্বীপ, ঘোড়ামারা দ্বীপ, মৌসুনী দ্বীপ, পাথরপ্রতিমার জিওএল প্লট সব জায়গায় স্যাটেলাইট ফোন পাঠানো হয়েছিল। টেলিকম সংস্থার প্রতিনিধিরা পৌছে গিয়েছিলেন এই সব জায়গায়। সব মিলিয়ে দক্ষিণ ২৪ পরগণা ও উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি-সহ বিভিন্ন এলাকাতেও যোগাযোগে ভরসা ছিল স্যাটেলাইট ফোন। এখানেও ছিলেন টেলিকম সংস্থার প্রতিনিধিরা।
advertisement
পূর্ব মেদিনীপুরেও বেশ কিছু জায়গায় যোগাযোগের জন্য ব্যবস্থা ছিল স্যাটেলাইট ফোনের। সব জেলায় যে সব দূর্গত এলাকা আছে সেখানের দায়িত্বে থাকা আধিকারিক ও কুইক রেসপন্স টিমের কাছে থাকছে এই স্যাটেলাইট ফোন। এ ছাড়া পুলিশ অফিসারদের কাছে থাকা আর টি সেট দিয়েও যোগাযোগ রাখা হবে সব জেলার কন্ট্রোল রুমে। ঘূর্ণিঝড় দানা’র প্রভাব এই রাজ্যে সেভাবে না পড়লেও, দূর্যোগের আশঙ্কায় আগেভাগেই প্রস্তুত ছিল প্রশাসন। যোগাযোগ ব্যবস্থা বজায় রাখা অন্যতম বড় একটা চ্যালেঞ্জ৷ তাতে ভরসা সেই স্যাটেলাইট ফোন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Satellite Phone: প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ অব্যাহত রাখতে ভরসা সেই স্যাটেলাইট ফোন
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement