কেন্দ্রীয় হারেই রাজ্যে দিতে হবে DA, মহার্ঘ ভাতা মামলায় নির্দেশ স্যাটের
Last Updated:
ডিএ মামলায় রাজ্যের হার স্যাটে ৷
#কলকাতা: কেন্দ্রীয় হারেই ডিএ দিতে হবে রাজ্যকে ৷ ডিএ মামলায় রাজ্যের হার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে ৷ ষষ্ঠ কমিশন বা একবছরের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া ৷ এই নির্দেশ SAT-এর ৷ একইসঙ্গে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার জন্য যে আইন আনা দরকার তার দায়িত্ব রাজ্যের উপরেই ছাড়ল স্যাট ৷ স্বভাবতই এই রায়ে উচ্ছ্বসিত রাজ্য সরকারি কর্মচারীরা ৷
এদিনের রায়ে SAT জানায়, কীভাবে ডিএ দেবে তার আইন করা রাজ্যের দায়িত্ব ৷ নগদ অথবা পিএফ-এর মাধ্যমে বকেয়া ডিএ দেওয়া যেতে পারে ৷ কনজিউমার প্রাইস ইনডেক্স অর্থাৎ সর্বভারতীয় ক্রেতা মূল্য সূচক মেনে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার নির্দেশ দেন বিচারপতি রনজিৎ কুমার বাগ ৷ এই রায় চ্যালেঞ্জ করতে পারে রাজ্য ৷
advertisement
আইনি যুক্তি, পাল্টা যুক্তির লড়াই শেষে ডিএ মামলায় জয় রাজ্য সরকারি কর্মচারীদেরই ৷ গত বছর ৩১ অগাস্ট সরকারি কর্মীদের মহার্ঘভাতা আইনসিদ্ধ অধিকার এই দাবিতে সিলমোহর দেয় কলকাতা হাইকোর্ট ৷ একইসঙ্গে আদালতের রায়ে ফের মামলা ফেরে স্যাটে ৷ এর আগে ২০১৭ সালে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট)-এ মহার্ঘভাতা নিয়ে মামলার শুনানির সময় রাজ্য সরকার জানিয়েছিল ডিএ সরকারি কর্মীদের অধিকার নয়। মহার্ঘ ভাতা দেওয়া না দেওয়া সরকারের ইচ্ছের অধীন ৷ সরকারের এই দাবিতে সিলমোহর দিয়েছিল স্যাটও ৷ এদিন সেই রায়ের থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে স্যাটের নয়া রায় কেন্দ্রের হারেই মহার্ঘ ভাতা দিতে হবে সরকারি কর্মচারীদের ৷
advertisement
advertisement
নতুন করে রায় পর্যলোচনা করার জন্য দুটি বিষয় স্যাটের কাছে ফেরত পাঠায় হাইকোর্ট ৷
১) কেন্দ্র ও রাজ্য সরকারি কমর্চারীরা সমান হারে ডিএ পাবেন কিনা?
২) দিল্লি ও চেন্নাইয়ে কর্মরত রাজ্যের কিছু সরকারি কর্মচারী, এ রাজ্যে কর্মরত সরকারি কর্মচারীদের থেকে বেশি হারে মহার্ঘ ভাতা পান ৷ ফলে একই পদে কাজ করা সত্ত্বেও তৈরি হচ্ছে বেতন বৈষম্য ৷ এক্ষেত্রে প্রশ্ন তাদের সমানহারে ডিএ কি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা?
advertisement
শুক্রবার দ্বিতীয় প্রশ্নের উত্তরে স্যাট স্পষ্টভাবে জানিয়েছে, একই রাজ্য সরকারের আওতায় বেতনভোগী সমস্ত কর্মচারীকে একইহারে ডিএ দিতে হবে ৷ এতে কোনও বেতন বৈষম্য রাখা চলবে না ৷
২০১৭ সাল থেকে বিচারাধীন ছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা ৷ এর মাঝেই মামলা চলাকালীন নতুন হারে ডিএ ঘোষণা করে রাজ্য সরকার ৷ তবে সেই ডিএ ২০১৯ জানুয়ারি থেকে লাগু হলেও এখনও হাতে পাননি সরকারি কর্মচারীরা ৷ এখন রাজ্য সরকারি কর্মীরা ১০০ শতাংশ ডিএ পান আর কেন্দ্রীয় সরকারি কর্মীরা পান ১৪৭ শতাংশ। এখনও ফারাক ৪৭ শতাংশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
July 26, 2019 2:09 PM IST