সাঁতরাগাছি দুর্ঘটনা: মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

File Photo

File Photo

  • Last Updated :
  • Share this:

    #হাওড়া: মঙ্গলবার সন্ধ্যেয় ভয়াবহ দুর্ঘটনা সাঁতরাগাছিতে ৷ একই সময়ে তিনটি ট্রেনের ঘোষণা ৷ স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ২ ৷ মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে আশঙ্কাজনকদের ১ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার ৷ পাশাপাশি রেল চাইলে সমস্ত রকম সাহায্য করবে রাজ্য সরকার ৷

    ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন,

    একই সঙ্গে ৩টি ট্রেন চলে আসে ৷ প্ল্যাটফর্ম বদলের কথাও বলা হয় ৷ তার জেরেই হুড়োহুড়িতে পদপিষ্ট ৷ মৃত ২ জনই দক্ষিণ ভারত থেকে ফিরছিলেন ৷

    এই দুর্ঘটনার জন্য রেলকে কাঠগড়ায় তুললেন মমতা ৷ বলেন,

    রেলের আরও দায়িত্বশীল হওয়া উচিত ৷ এতে রেলের গাফিলতি আছে ৷ রেল সচেতন হলে এমন হত না ৷ রেলের মধ্যে সমন্বয়ের অভাব আছে ৷ রাজ্য সরকার সবরকম সাহায্য করবে ৷ মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্য ৷ আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে ৷  আশঙ্কাজনকদের ১ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার ৷ পাশাপাশি  রাজ্য সরকারও এর তদন্ত করবে ৷

    First published:

    Tags: Mamata Banerjee, Santraganchi Stampede